জন্মদিনে বাঙালি রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায়কে ডুডলে শ্রদ্ধা জানাল Google
ওয়েব ডেস্ক: বাঙালি রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায়কে জন্মদিনে ডুডল প্রকাশ করল গুগল। আধুনিক আয়ুর্বেদের গবেষণার অন্যতম সূচনাকারী অসীমা চট্টোপাধ্যায় ১৯৬১ সালে প্রথম মহিলা বিজ্ঞানী হিসাবে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পান। দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীতে প্রতি বছর এই পুরস্কার দেয় ভারত সরকার।
জৈবরসায়নের গবেষণায় বিশেষ অবদান রয়েছে অসীমা চট্টোপাধ্যায়ের। বিভিন্ন ভেষজ উদ্ভিদের কার্যকারিতা নিয়ে ছিল তাঁর গবেষণা। ভেষজের কার্যকরী রাসায়নিক উপাদান খুঁজে বার করতে নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন - অসুররূপী ডাক্তার, তুমুল বিতর্ক মহম্মদ আলি পার্কের মূর্তি নিয়ে
১৯১৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মেছিলেন অসীমা চট্টোপাধ্যায়। ১৯৩৬ সালে স্নাতক হন স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ও বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন তিনি। কী ভাবে ভেষজ উপাদানের কার্যকরি রাসায়নিকগুলি কৃত্রিমভাবে তৈরি করা যায় তা নিয়ে তখন থেকে গবেষণা শুরু করেন অসীমা চট্টোপাধ্যায়। দীর্ঘ জীবনে রসায়নের একাধিক জটিল তত্ত্বের রহস্য উদ্ঘাটন করেন তিনি।