অবিশ্বাস্য দামে এবার মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে চলেছে iPhone SE2!

এই ফোনের দাম বাজারের অনেক মিডরেঞ্জ সেগমেন্ট অথবা প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের চেয়েও কম! দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন...

Edited By: সুদীপ দে | Updated By: Jan 23, 2020, 02:41 PM IST
অবিশ্বাস্য দামে এবার মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে চলেছে iPhone SE2!

নিজস্ব প্রতিবেদন: বছরের শুরুতেই খুশির খবর ‘টেকস্যাভি’দের জন্য। সস্তায় মিলবে আইফোন। দাম শুরু মাত্র ৩৯৯ ডলার থেকে। চলতি বছরে মার্চ মাস নাগাদ করে লঞ্চ করতে চলেছে iPhone SE2। মনে করা হচ্ছে iPhone 8-এর মতো দেখতে হবে।

iPhone SE2-এর স্পেসিফিকেশন:

১) এই ফোনে থাকছে ৪.৭ ইঞ্চি ফুল এলসিডি সুপার ডিসপ্লে।

২) এই ফোনে ৩ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে।

৩) এই ফোনে রয়েছে A13 বায়োনিক চিপসেট।

৪) ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা (প্রাইমারি সেন্সার) আর ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite! রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

৫) ধূসর, লাল, এবং সিলভার রঙে পাওয়া যাবে এই ফোন।

৬) এই ফোনে থাকছে ১,৭০০ mAh-এর ব্যাটারি।

৭) iPhone SE2-এর দাম শুরু (৩ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ) ৩৯৯ ডলার, ভরতীয় মুদ্রায় যা প্রায় ২৮,০০০ টাকা।

.