অ্যামাজনে ফোন কিনলে এখন থেকে আর টাকা ফেরত নয়!

এখন থেকে অ্যামাজন-এ মোবাইল কেনার পর  আপনি চাইলে ফোনটাই শুধু বদলাতে পারবেন। টাকা ফেরত আর পাবেন না। ফোন কেনার ক্ষেত্রে রিটার্ন পলিসিতে বদল আনছে অ্যামাজন। আর নতুন এই রিটার্ন পলিসি লাগু হবে ৭ই ফেব্রুয়ারির পরে কেনা সব ধরনের মোবাইলের ক্ষেত্রেই।

Updated By: Feb 10, 2016, 03:55 PM IST
অ্যামাজনে ফোন কিনলে এখন থেকে আর টাকা ফেরত নয়!

ওয়েব ডেস্ক : এখন থেকে অ্যামাজন-এ মোবাইল কেনার পর  আপনি চাইলে ফোনটাই শুধু বদলাতে পারবেন। টাকা ফেরত আর পাবেন না। ফোন কেনার ক্ষেত্রে রিটার্ন পলিসিতে বদল আনছে অ্যামাজন। আর নতুন এই রিটার্ন পলিসি লাগু হবে ৭ই ফেব্রুয়ারির পরে কেনা সব ধরনের মোবাইলের ক্ষেত্রেই।

এরফলে আপনি যদি অর্ডার দিয়ে কোনও ড্যামেজড ফোন পান, তাহলে শুধু আপনার ফোনটাই বদলে দেওয়া হবে। লোক এসে পুরনো ফোনটা নিয়ে নতুন ফোন আপনাকে দিয়ে যাবে। কিন্তু কোনও টাকা ফেরত এখন থেকে আর হবে না। আগে অবশ্য ডেলিভারি হওয়া ফোনে কোনও খুঁত পাওয়া গেলে টাকা ফেরত দিত অ্যামাজন। নতুন রিটার্ন পলিসিতে ফোন বদলানোর জন্য আবেদন করতে হবে অর্ডার হাতে পাওয়ার ১৪ দিনের মধ্যেই।

.