৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে-সহ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A51

ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে এর দাম আর ফিচার। আসুন জেনে নেওয়া যাক এর দাম আর ফিচারগুলি সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Jan 28, 2020, 06:00 PM IST
৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে-সহ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A51

নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহে লঞ্চ হতে চলেছে Galaxy A সিরিজের দুটি স্মার্টফোন। গত মাসে ভিয়েতনামে এই দুই ফোন লঞ্চ করেছিল। এবার Infinity-O ডিসপ্লে ও Android 10 অপারেটিং সিস্টেম সহ বাজারে আসতে চলেছে Galaxy A71 আর Galaxy A51। ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে এর দাম আর ফিচার। আসুন জেনে নেওয়া যাক এর দাম আর ফিচারগুলি সম্পর্কে।

Samsung Galaxy A51 স্পেসিফিকেশন:

১) ৬.৫ ইঞ্চি সুপার অ্যামলয়েড হোল পাঞ্চ ডিসপ্লে।

২) ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৩) অপারেটিং সিস্টেম Android ১০।

৪) ছবি তোলার জন্য থাকছে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াইড সেন্সার) + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা) + এর সঙ্গেই রয়েছে ৫ মেগাপিক্সেল (ডেপথ সেন্সর)। সেলফি তালার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর ব্যাটারি। সঙ্গে থাকছে ১৫W ফাস্ট চার্জ সাপোর্ট।

৬) ফোনটির দাম শুরু হতে পারে ২২,৯৯০ টাকা থেকে।

Samsung Galaxy A71 স্পেসিফিকেশন:

১) ৬.৭ ইঞ্চি সুপার অ্যামলয়েড হোল-পাঞ্চ ডিসপ্লে।

২) ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট।

৩) ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৪)  Samsung Galaxy A71 এর অন্যত্তম ইউএসপি হল এর কাম্যেরা। ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২ মেগাপিক্সেলে (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) +৫ মেগাপিক্সেল (ডেপথ সেন্সার) + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা) সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

৫)এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর ব্যাটারি। সঙ্গে থাকছে ১৫W ফাস্ট চার্জ সাপোর্ট।

৬) Samsung Galaxy A71- এর দাম শুরু হচ্ছে ২৯,৯৯০ টাকা থেকে।

.