সামনে এল Samsung-এর 5G কানেক্টিভিটির Galaxy A71-এর স্পেসিফিকেশন
TENAA ওয়েবসাইটের মাধ্যমে সামনে এসেছে নতুন ভেরিয়েন্টের এই ফোন। জানা গিয়েছে নতুন ভেরিয়েন্টের এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন।
নিজস্ব প্রতিবেদন: 4G কানেকটিভিটির পর Samsung নিয়ে আসছে 5G কানেক্টিভিটি। ফেব্রুয়ারিতেই ভারতের লঞ্চ হয়েছিল Samsung Galaxy A71। তখন সেই ফোনটি 4G কানেক্টিভিটি নিয়ে লঞ্চ হয়েছিল ভারতে। কিন্তু এবার 5G কানেক্টিভিটি নিয়ে চিনে লঞ্চ করবে এই স্মার্টফোনটি।
TENAA ওয়েবসাইটের মাধ্যমে সামনে এসেছে নতুন ভেরিয়েন্টের এই ফোন। জানা গিয়েছে নতুন ভেরিয়েন্টের এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন। যদিও সম্ভাব্য দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
Samsung Galaxy A71 স্পেসিফিকেশন:
১) এই ফোনে থাকছে Android v10 অপারেটিং সিস্টেম।
২) ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।
৩) এই ফোনের ব্যাটারি থাকছে ৪,৩৭০ mAh। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
আরও পড়ুন: করোনা সম্পর্কিত মেসেজে নতুন প্রতারনার ফাঁদ হ্যাকারদের!
৪) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা + ৫ মেগাপিক্সেল মেকলে ক্যামেরা + ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৫) ফোনের ভিতরে থাকছে Exynos 980 চিপসেট।
৬) এই ফোনের ওজন হতে পারে ১৮৫ গ্রাম।