সবাইকে টেক্কা দিয়ে ১ হাজার জিবি ডেটা অফার এয়ারটেলের!
Updated By: Aug 6, 2017, 03:54 PM IST
ওয়েব ডেস্ক: আকর্ষণীয় কম খরচে রিলায়েন্স জিও ডেটা পরিষেবা দেওয়ার পর থেকে অন্যান্য সার্ভিস প্রোভাইডরের সঙ্গে প্রতিযোগিতার যুদ্ধ চলছে। সেই প্রতিযোগিতায় জিও কে টেক্কা দিতে গ্রাহকদের জন্য এবার নতুন অফার নিয়ে এল এয়ারটেল । গ্রাহকদের এবার ১ হাজার জিবি ডেটা দেবে এয়ারটেল । জানা গিয়েছে এমনটাই।
এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৮ মাসের জন্য নতুন প্ল্যানে ১০০০ জিবি ডেটা দেবে তারা। এয়ারটেলের ব্রডব্যান্ড অফারের নাম বিগবাইট। এই অফারে গ্রাহকেরা ৫৯৯, ৮৪৯, ৯৯৯ এবং ১৫৯৯ টাকায় রিচার্জ করে ১০০০ জিবি পর্যন্ত বোনাস ডেটা পেতে পারেন। এই অফারগুলির বৈধতা ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত।
এয়ারটেলের ব্রডব্যান্ড ওয়েবসাইটে গিয়ে গ্রাহকেরা অফারগুলি রিচার্জ করতে পারবেন।