স্মার্টফোন চার্জ করার সময় এই জিনিসগুলো কখনই করবেন না!

স্মার্টফোনে ব্যবহৃত প্রত্যেকটি জিনিসই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে। আয়ুকাল পেরিয়ে যাওয়ার পর সেই প্রত্যেকটি ইলেকট্রনিক পণ্যই আসতে আসতে দুর্বল হতে শুরু করে এবং একটা সময় তা খারাপ হয়ে যায়, আর কাজ করে না। স্মার্টফোনের ব্যাটারিরও একটি নির্দিষ্ট কর্ম সময় রয়েছে। নির্দিষ্ট আয়ুকালের পর স্মার্টফোনের ব্যাটারিও খারাপ হয়ে যায়। নিজের স্মার্ট ফোনের ব্যাটারিকে বেশিদিন সচল রাখতে চান? তাহলে মেনে চলতে হবে এই কয়েকটি বিষয়-   

Updated By: Jul 11, 2017, 06:29 PM IST
স্মার্টফোন চার্জ করার সময় এই জিনিসগুলো কখনই করবেন না!

ওয়েব ডেস্ক: স্মার্টফোনে ব্যবহৃত প্রত্যেকটি জিনিসই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে। আয়ুকাল পেরিয়ে যাওয়ার পর সেই প্রত্যেকটি ইলেকট্রনিক পণ্যই আসতে আসতে দুর্বল হতে শুরু করে এবং একটা সময় তা খারাপ হয়ে যায়, আর কাজ করে না। স্মার্টফোনের ব্যাটারিরও একটি নির্দিষ্ট কর্ম সময় রয়েছে। নির্দিষ্ট আয়ুকালের পর স্মার্টফোনের ব্যাটারিও খারাপ হয়ে যায়। নিজের স্মার্ট ফোনের ব্যাটারিকে বেশিদিন সচল রাখতে চান? তাহলে মেনে চলতে হবে এই কয়েকটি বিষয়-   

> নিজের চার্জার দিয়েই ফোন চার্জ করুন। অন্যের চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকুন। 
> সর্বদা চেষ্টা করুন সস্তার চার্জার দিয়ে নিজের ফোন চার্জ না করা। 
> চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে চার্জ দিন।
> ফাস্ট চার্জার ব্যবহার করা বন্ধ করুন। 
> সারা রাত কখনই ফোন চার্জ করাবেন না। 
> ফোনে থার্ড পার্টি চার্জিং অ্যাপ ব্যবহার করবেন না। যদি আগে করে থাকেন তাহলে এখনই তা ডিলিট করুন। 
> চেষ্টা করুন নিজের স্মার্টফোনকে সবসময় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করে রাখতে।
> বারবার করে ফোন চার্জ করবেন না। 
> পাওয়ার ব্যাঙ্কে চার্জ করার সময় স্মার্টফোন ব্যবহার করবেন না। 

.