ISI মার্কাহীন হেলমেট বিক্রি করলে হবে ২ বছরের জরিমানা, ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

নির্দেশিকা জারির আগে সাধারণ মানুষের কাছে এই নিয়ে পরামর্শ চেয়েছিল সরকার। নির্দেশিকা লাগু হলে অক্টোবর থেকে আইএসআই মার্কাহীন হেলমেট বিক্রি, তৈরি বা মজুতদারি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। আগামী বছর ১৫ জানুয়ারির পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে আইএসআই মার্কাহীন হেলমেট। 

Updated By: Aug 7, 2018, 06:15 PM IST
ISI মার্কাহীন হেলমেট বিক্রি করলে হবে ২ বছরের জরিমানা, ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিবেদন: দেশে বিনা আইএসআই মার্কাযুক্ত হেলমেট বিক্রি রুখতে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে আইএসআই মার্কা ছাড়া হেলমেট বিক্রি ও মজুতদারিতে দোষী প্রমাণিত হলে হতে পারে কারাবাস। এমনই নির্দেশিকা জারি করেছে জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রালয়। কারাবাসের সঙ্গে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার নির্দেশও দিতে পারে আদালত। 

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, হেলমেট না পরায় বা আইএসআই মার্কাহীন হেলমেট পরায় ২০১৭ সালে পথ দুর্ঘটনায় ১৫,০০০ বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ২০১৬ সালে সংখ্যাটা ছিল ১০,১৩৫। বিনা হেলমেট ও নকল হেলমেট পরায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। 

নির্দেশিকা অনুসারে, এবার থেকে আইএসআই মার্কাহীন নকল হেলমেট তৈরি, বিক্রি বা মজুত করার অপরাধে প্রথমবার ধরা পড়লে ২ বছরের কারাদণ্ড ও ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। পরবর্তী কালে ধরা পড়লে বাড়বে সাজা ও জরিমানার পরিমান।  

দাসপুরে সোনা লুঠ মামলায় গ্রেফতার ভারতী ঘোষের স্বামী

নির্দেশিকা জারির আগে সাধারণ মানুষের কাছে এই নিয়ে পরামর্শ চেয়েছিল সরকার। নির্দেশিকা লাগু হলে অক্টোবর থেকে আইএসআই মার্কাহীন হেলমেট বিক্রি, তৈরি বা মজুতদারি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। আগামী বছর ১৫ জানুয়ারির পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে আইএসআই মার্কাহীন হেলমেট। 

বিআইএস স্ট্যান্ডার্ড অনুসারে ভারতে একটি হেলমেটের ওজন সর্বোচ্চ ১২০০ গ্রাম হতে পারে। সমস্ত স্বীকৃত কোম্পানির হেলমেটের ওজন সাধারণত এক অর্ধেক হয়। ওদিকে নকল হেলমেটের ওজন ১৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া হাই ইমপ্যাক্ট মেটিরিয়ালের বদলে নকল হেলমেটে ব্যবহার করা হয় সস্তা ফাইবার গ্লাস। যার ফলে দুর্ঘটনায় অভিঘাতে ফেটে যায় ওই হেলমেট। যা বহুক্ষেত্রেই প্রাণঘাতী হয় আরোহীর জন্য। 

.