প্রতিদিন ফেসবুক থেকে ডিলিট হচ্ছে ১০ লক্ষ অ্যাকাউন্ট

Updated By: Aug 25, 2017, 11:17 PM IST
প্রতিদিন ফেসবুক থেকে ডিলিট হচ্ছে ১০ লক্ষ অ্যাকাউন্ট

ওয়েব ডেস্ক: প্রতিদিন প্রায় ১০ লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়, এমনটাই জানালেন ফেসবুকের চিফ সিকিউরিটি অফিসার আলেক্স স্ট্যামোস। এইসব অ্যাকাউন্টগুলি মূলত জাল বা স্প্যাম বা কুকথা প্রচার করে বলে অভিযোগ সংস্থার তরফে। প্রসঙ্গত, কিছুদিন আগেই ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, ৩ হাজার অতিরিক্ত লোক নিয়োগ করা হয়েছে কেবলমাত্র ফেসবুকে আপত্তিজনক বিষয় পোস্ট করা হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য। উল্লেখ্য, এবছর জুন মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা (মাসিক হিসাবে) ২০০ কোটি ছুঁয়েছে।

ঘটনাক্রম বিশ্লেষণ করে দেখা গেছে সাম্প্রতিককালে ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই বিশ্বের বিভিন্ন দেশে হিংসা এবং উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আঙুলও উঠেছে ফেসবুকের বিরুদ্ধে এবং বলা হয়েছে পোস্টের বিষয়বস্তু সম্পর্কে ফেসবুককে আরও দায়িত্বশীল হতে হবে। ফলে, ফেসবুকের তরফে এমন পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে সব মহলই।

.