3

ডিজেল, পেট্রোলকে না! দূষণ রুখতে সাইকেল মিছিল বিজ্ঞান মঞ্চের

এভাবেই চলতে থাকলে, পৃথিবীর মৃত্যু আর বেশি দূরে নয়। নিজের সঙ্গে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে তো মাঝে মাঝেই সরব হচ্ছে পৃথিবী। সুনামি, হুদহুদ, টাইফুনের মতই রয়েছে অসংখ্য প্রমাণ। প্রলয় আসে আর যায়। ধ্বংস নাম লিখে যায় ইতিহাসের পাতায়। নেপালের ভূমিকম্পের দগ দগে ঘা এখনও ঝাপসা হয়ে যায়নি। প্রকৃতি দিন দিন যেন আরও অশান্ত হচ্ছে। কারণ বিশ্বায়নের দূষণ। আকাশে বাতাসে যেন বিষ আর বিষ। প্রকৃতিকে বাঁচাতে তাই রাস্তায় নামছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ডিজেল, পেট্রোলকে না, রাস্তায় কালো মাথার সঙ্গেই মিছিল করবে চাকা। প্যাডেলে পড়বে পা, ভন ভন ঘুরবে চাকা, এগিয়ে যাবে সাইকেল। শ্যামবাজার থেকে পার্ক সার্কাস, উত্তর থেকে দক্ষিণ ৩০০ সাইকেল রবিবার জানান দেবে, 'বিশ্বায়ন রুখে দাও, বিশ্ব বাঁচাও'।