মালদায় রাতে মোটরসাইকেল থামিয়ে গুলি করে খুন যুবককে
গতকাল রাতে কালিয়াচক থেকে মোটরসাইকেলে করে তিন বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই যুবক।
নিজস্ব প্রতিবেদন : বুধবার রাতে মালদায় গুলিতে মৃত্যু যুবকের। মৃত যুবকের নাম আব্দুল রহিম(২৪)। গতকাল রাতে কালিয়াচক থেকে মোটরসাইকেলে করে তিন বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই যুবক। মাঝ পথে বৈষ্ণবনগর থানা এলাকার দুইশত দিঘী গ্রামে তাঁদের মোটরসাইকেল দাঁড় করায় স্থানীয় যুবক সহিদুল শেখ ওরফে ছোট পাক্কার। এর পর আচমকাই আব্দুলকে লক্ষ্য করে গুলি চালান তিনি। দুই বন্ধু কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচলেও আব্দুলের বুকে ও পায়ে গুলি লাগে। রাতে গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসতেই সহিদুল পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান গ্রামবাসীরা। এরপর সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত যুবক আব্দুল পেশায় কৃষিজীবী। মৃতের বাবা রাইসউদ্দিন জানান, রাতে বাইকে করে বাড়ি ফেরার সময়েই জোর করে আব্দুলের মোটরসাইকেল আটকানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান পারিবারিক বা ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই খুন করা হয়েছে ওই যুবককে। তবে খুনের মোটিভ নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। ঘটনার পর থেকে পলাতক সহিদুল শেখ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুুন : গোয়ায় শ্লীলতাহানির শিকার রিষড়ার সোনাজয়ী সাঁতারু