কাটোয়ায় ভূত সেজে গৃহবধূর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ল প্রতিবেশী যুবক
কিছুক্ষণের মধ্যে চলে আসেন প্রতিবেশীরাও। সুরজকে মারধর শুরু করেন তাঁরা। এরই মধ্যে অভিযুক্তের পরিবারের লোকেরা এসে তাকে নিয়ে চলে যায়।
নিজস্ব প্রতিবেদন: গৃহধূর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ল ভূত। থানায় দায়ের হল অভিযোগ। পলাতক ভূতকে ধরতে ময়দানে নেমেছে পুলিস। ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়া পুর এলাকার থান্ডারপাড়ার।
আক্রান্ত গৃহবধূর অভিযোগ, মাসখানেক ধরে তাদের বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়। কখনও ঢিল পড়তে থাকে। কখনও বাসনের আওয়াজ পেতে থাকেন বাসিন্দারা। রবিবার রাতে একেবারে ঘরে ঢুকে পড়ে ভূত। জড়িয়ে ধরে গৃহবধূকে। ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানি করে। তবে দমে না-গিয়ে চিত্কার করে পরিবারের অন্যান্যদের জাগিয়ে তোলেন। ধরা পড়ে ভূত। দেখা যায়, অন্য কেউ নয়। ভূত আসলে প্রতিবেশী যুবক সুরজ শেখ।
কিছুক্ষণের মধ্যে চলে আসেন প্রতিবেশীরাও। সুরজকে মারধর শুরু করেন তাঁরা। এরই মধ্যে অভিযুক্তের পরিবারের লোকেরা এসে তাকে নিয়ে চলে যায়।
পালটা ভয় দেখালে তৃণমূল সামলাতে পারবে তো? হুঁশিয়ারি সায়ন্তনের
আক্রান্ত গৃহবধূ জানিয়েছেন, প্রতিবেশী যুবক সুরজ শেখ মুখে পাউডার ও গায়ে কালি মেখে ভূত সেজে এসেছিল। তবে আমি হাল ছাড়িনি। ধরে জাপটে ধরি তাকে। তার পরই বেরোয় তার আসল রূপ।
ঘটনায় কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। অভিযোগের ভিত্তিতে সুরজ শেখের মাকে আটক করেছে পুলিস। সুরজ শেখের খোঁজে শুরু হয়েছে তল্লাসি। আক্রান্তের ঠাকুমা কালী বিবির দাবি, নাতি নির্দোষ।