জুয়ার প্রতিবাদ করায় দা, শাবল দিয়ে মার যুবককে
জুয়ার প্রতিবাদ করে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক যুবক। বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের অঙ্গদবেড়িয়ার।
নিজস্ব প্রতিবেদন : জুয়ার প্রতিবাদ করে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক যুবক। বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের অঙ্গদবেড়িয়ার।
শনিবার রাতে ট্যাংরাখালি কলেজহাট থেকে বাড়ি ফিরছিলেন সিরাজুল লস্কর। অভিযোগ, সেই সময় আজিজুল সর্দার, রফিকুল সর্দার, রমজান সহ কয়েকজন যুবক মিলে সিরাজুলের উপর চড়াও হয়। একটা দোকানের মধ্যে সিরাজুলকে ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। তারপর তাঁকে বাঁশ, দা, শাবল দিয়ে মারধর করা হয়।
মারের চোটে সিরাজুলের দাঁত ভেঙে যায়। মুখের ভিতর গভীর ক্ষত তৈরি হয়। চোট লাগে সিরাজুলের মাথাতেও। আহত সিরাজুল ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন।
আরও পড়ুন, 'নির্ভয়ার মতো হাল করব' হুমকি দিয়ে যাদবপুরে শ্লীলতাহানি স্কুলছাত্রীকে
আক্রান্ত সিরাজুলের পরিবারের অভিযোগ, এলাকায় বহুদিন ধরেই জুয়ার আসর বসছিল। সেইসঙ্গে দিনেদুপুরে ছিনতাইও লেগে ছিল। সিরাজুল এর প্রতিবাদ করে। আর তাই তাঁর উপর হামলা করে দুষ্কৃতীরা।