পঞ্চমীর ভিড়ে অস্ত্র হাতে যুবক! 'ফিল্মি কায়দায়' ধাওয়া করে ধরল পুলিস

 সন্দেহভাজন ওই যুবকটিকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পিছু ধাওয়া করেন ওই কর্তব্যরত ট্রাফিক পুলিসও। 

Updated By: Oct 11, 2021, 12:24 PM IST
পঞ্চমীর ভিড়ে অস্ত্র হাতে যুবক! 'ফিল্মি কায়দায়' ধাওয়া করে ধরল পুলিস
ধৃত যুবক

নিজস্ব প্রতিবেদন : পঞ্চমীর সন্ধ্যায় বাজেয়াপ্ত বেআইনি অস্ত্র। অস্ত্রসহ ধৃত এক যুবক। ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়ায়। 

রবিবার মহাপঞ্চমী উপলক্ষে হুগলী-চুঁচুড়ার  প্রাণকেন্দ্র ঘড়ির মোড় ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছিল। ওই ভিড়ের মধ্যেই বাসস্ট্যান্ড এলাকায় লোহাপট্টির কাছে এক যুবককে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক পুলিসের। সন্দেহভাজন ওই যুবকটিকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পিছু ধাওয়া করেন ওই কর্তব্যরত ট্রাফিক পুলিসও। বেশ কিছুদূর দৌড়ে ধাওয়া করে শেষে অভিযুক্তকে ধরে চুঁচুড়া থানার ট্রাফিক পুলিস। 

আরও পড়ুন, Kolkata: পঞ্চমীর সন্ধেয় রেড রোডে গুলি! দাবি করেও পুলিসের জেরায় বয়ান বদল হকি কোচের

Siliguri Rape: খড়িবাড়িতে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুনের হুমকি; ধৃত যুবক

বমাল পুলিসের জালে ধরা পড়ে যাওয়া ওই যুবকের নাম রণদীপ আহির। বয়স প্রায় ২৮ বছর। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত রণদীপের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও ধৃতের দাবি, মাংস কাটার জন্য সে এই 'নেপলা' (বড় ছুরি) নিয়ে যাচ্ছিল। তবে প্রাথমিকভাবে পুলিসের অনুমান, অন্য কোনও পরিকল্পনা ছিল রণদীপের। না হলে রাতের বেলায় ভিড়ের মধ্যে কেন সে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করবে! এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.