বান্ধবীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার চেষ্টা, কিন্তু বাঁচিয়ে দিল ফেসবুক!
জয়েন্ট কমিশনার ক্রাইম মুরলিধর শর্মার কাছে খবর যেতেই তিনি লোকাল থানাকে বিষয়টি জানান। টাওয়ার লোকেশন ট্রেস করে পুলিস তাঁর বাড়িতে পৌঁছয়।
নিজস্ব প্রতিবেদন: বান্ধবীর সঙ্গে বচসা, আর তার জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত। তবে আত্মহত্যা করতে যাওয়ার আগে ফেসবুকে
ফলাও করে পোস্ট করেছিলেন রিজেন্ট পার্কের এক তরুণ। আর তাতেই রক্ষে! পুলিসের তত্পরতায় রোখা গিয়েছে আত্মহত্যা!
টলিউড ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট রাইটারের কাজ করেন ওই তরুণ। ১৬ জুন, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ তিনি একটি পোস্ট করেন। তাতে তিনি আত্মহত্যা করতে চলেছেন, সেই বিষয়টি স্পষ্ট ছিল। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে কেউ খবর দেন পুলিসে। জয়েন্ট কমিশনার ক্রাইম মুরলিধর শর্মার কাছে খবর যেতেই তিনি লোকাল থানাকে বিষয়টি জানান।
টাওয়ার লোকেশন ট্রেস করে পুলিস তাঁর বাড়িতে পৌঁছয়।
আরও পড়ুন: বাড়ি আসার কথা ছিল, কিন্তু লকডাউনে ফিরতে পারেননি, বীরভূমের বীর জওয়ান রাজেশ ফিরছেন কফিনবন্দি হয়েই...
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় ওই তরুণ কিছুক্ষন আগেই বাড়ি থেকে বেরিয়েছেন। টাওয়ার ট্রেস করে বড়ুয়াপাড়ার ফ্ল্যাটে পুলিস পৌঁছলে ওই তরুণকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। এসএসকেএম-এ নিয়ে যাওয়া হলে, তাঁকে বাঁচানো সম্ভব হয়।