বালাসোর ও দিঘায় আছড়ে পড়বে Yaas, তাণ্ডবের কবলে পড়বে পূর্বমেদিনীপুর
আমফানের মতো প্রভাব কলকাতা শহরে পড়বে না, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
নিজস্ব প্রতিবেদন: বালাসোর ও দিঘার আছড়ে পড়বে ইয়াস (Cyclone Yaas)। সর্বোচ্চ বেগ হতে পারে ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার। ঝড়ের (Yaas) অভিমুখ বলছে, ২৬ তারিখ ল্যান্ডে ঢুকে ঝাড়খণ্ডের দিকে এগোবে সে। ইয়াসের কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।
মূলত, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম হয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে ইয়াস (Yaas)। জানা যাচ্ছে, ২৬ তারিখ ভোরে ঘূর্ণিঝড় পৌঁছে যাবে উপকূলে। পারাদ্বীপ এবং সাগর দ্বীপের কাছে আছড়ে পড়বে। বেশিটাই থাকবে ওড়িশার দিকে। আমাদের রাজ্যে শুধু পূর্ব মেদিনীরপুর ঝড়ের তাণ্ডবের কবলে পড়বে। অর্থাৎ ক্ষয়ক্ষতি এই জেলায় বেশি হতে পারে।
At 1130 IST, Cyclone ‘Yaas’ about 520 km south-southeast of Paradip. To intensify further and cross north Odisha-West Bengal coasts betweenParadip and Sagar Islands around Balasore, during noon of 26th Mayas a Very Severe Cyclonic Storm. pic.twitter.com/Xb9cHYsfyE
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2021
আরও পড়ুন: চব্বিশ ঘণ্টা সচল কেন্দ্রের কন্ট্রোল রুম, Yaas মোকাবিলায় শাহ-র একগুচ্ছ পরামর্শ বাংলা-ওড়িশাকে
২৫ তারিখ ল্যান্ডফল হওয়ার আগে গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। কিন্তু ল্যান্ডফল হওয়ার পর ২৬ তারিখ হাওয়ার গতিবেগ পৌঁছে যাবে ১৫৫ কিলোমিটার থেকে ১৬৫ কিলোমিটার। যার প্রভাবে কলকাতায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ৯০ কিলোমিটার হতে পারে। তবে আমফানের মতো প্রভাব কলকাতা শহরে পড়বে না, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।