Bagda Lover Suicide: প্রেমিকাকে আত্মহত্যার 'প্ররোচনা', গ্রেফতার যুবক
অভিযুক্ত যুবক এবং তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর মা
নিজস্ব প্রতিবেদন: প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম সাউমিন খান। ধৃতের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করে মৃত তরুণীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে পুলিস।
সোমবার আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বাগদা থানার পাথুরিয়া গীর্জা সংলগ্ন এলাকায়। মৃতার নাম মৌসুমী সরকার, বয়স ২২। নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তরুণী। প্রতিবেশী এক ব্যক্তির চোখে পড়লে, তাঁকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
এরপর ওই যুবক এবং তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর মা সুভদ্রা সরকার। পুলিস ঘটনার তদন্ত শুরু করে। বুধবার গভীর রাতে অভিযুক্ত প্রেমিক সাউমিন খানকে গ্রেফতার করে পুলিস৷ প্রাথমিক তদন্তে অনুমান, প্রেমঘটিত কারণেই আত্মহত্যা করছে তরুণী।