Kalna: বিয়ের খরচ ফেরত দেবে কে? নববধূর মৃত্যুর পর চলল দর কষাকষি, পড়ে রইল দেহ
বিয়ের মাত্র এক সপ্তাহ পর আত্মঘাতী হলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: নববধূ আত্মঘাতী। সৎকার করবে কে? মর্গের বাইরে যখন দেহ আগলে বসে পুলিস, তখন বিয়ের খরচ ফেরত দেওয়া নিয়ে দর কষাকষিতে ব্যস্ত শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকেরা। অবশেষে সমস্য়া মিটল। ২৪ ঘণ্টারও বেশির সময় পরে হল সৎকার! ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কালনা।
জানা গিয়েছে, মৃতের নাম লক্ষ্মী ঢুডু। তাঁর বাপের বাড়ি কালনার মেদগাছি গ্রাম। মাত্র এক সপ্তাহে আগে দেখেশুনে, ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন পরিবারের লোকেরা। পাত্র সঞ্জয় টুডু কালনারই বাদলা কলপুকুর গ্রামের বাসিন্দা। শনিবার সকাল শ্বশুরবাড়িতে আচমকাই কেরোসিন তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন লক্ষ্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল কালনা হাসপাতালে। এদিন সকালে মারা যান ওই গৃহবধূ। ময়নাতদন্তের পর যথারীতি দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিস।
আরও পড়ুন: North Bengal Medical College: বুক দিয়ে ঢুকে পিঠ থেকে বেরল বাঁশ! বিরল অস্ত্রোপচার!
এদিকে বিয়ের খরচ ফেরত দেবে কে? শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি লোকেদের মধ্য়ে তখন রীতিমতো বচসা বেঁধে গিয়েছে। টাকা দিতে রাজি নয় কোনওপক্ষই। ফলে গভীর রাত পর্যন্ত কালনা হাসপাতাল মর্গের বাইরেই পড়েছিল লক্ষ্মী টুডুর দেহ। শেষপর্যন্ত পুলিসের মধ্যস্থতায় দেহ নিয়ে আসেন দুই বাড়ির লোকেরাই। ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পর অবশ্য সৎকার করেন শ্বশুরবাড়ির লোকেরা।