Asansol Murder: শ্বাশুড়িকে খুন করে পলাতক জামাই? নিখোঁজ মেয়েও!

টালি খুলে ঘর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, ধারালো অস্ত্রের কোপে খুন। এলাকায় তুমুল চাঞ্চল্য।

Updated By: Aug 15, 2023, 10:45 PM IST
Asansol Murder: শ্বাশুড়িকে খুন করে পলাতক জামাই? নিখোঁজ মেয়েও!

বাসুদেব চট্টোপাধ্যায়: শ্বাশুড়িকে খুন করে পলাতক জামাই? মেয়েও নিখোঁজ, দাবি মৃতার আত্মীয়দের। তদন্তে নেমেছে পুলিস। চাঞ্চল্য আসানসোলে।

আরও পড়ুন: Electrocution: রাস্তায় পাশে কলাগাছ ছুঁতেই মৃত্যু! চাঞ্চল্য ধূপগুড়িতে

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শ্যামলী কর্মকার। বাড়ি, আসানসোলের লালগঞ্জ গ্রামের শ্রীরামপুর পাড়ায়। ঘরের টালির চাল ভাঙা ছিল। সেই টালি খুলে ঘর থেকে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিস। কীভাবে মৃত্যু? প্রাথমিক তদন্তে অনুমান, টালি সরিয়ে ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্রের কোপে খুন করেছে আততায়ীরা।

অভিযোগের তির মৃতের ছোট জামাই ও মেয়ের দিকে। কেন? বড় মেয়ের দাবি, 'আমার ছোট বোন বৈশাখী বিয়ের কিছু দিন পর পড়াশোনার জন্য বাড়ি ফিরে এসেছিলেন। ওকে বার বার ফিরে যাওয়ার কথা বলত বৈশাখীর স্বামী সদানন্দ। তাতে বাধা দেওয়াতেই ও আমার মাকে খুন করেছে'। অভিযুক্তরা পলাতক।

দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে আসানসোল উত্তর থানার পুলিস। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল কুলদীপ সোনেওয়ান বলেন, ‘মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে জানা যাবে কী ঘটনা ঘটেছিল'।

আরও পড়ুন: Malbazar: এলাকায় উপদ্রব ছিলই, এবার বুনো হাতির হামলায় মৃত্যু মহিলার...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.