বুধবার থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত, স্পষ্ট করল আবহাওয়া দফতর

পেটির প্রভাবে   সোমবার সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ।

Updated By: Dec 17, 2018, 05:05 PM IST
 বুধবার থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত, স্পষ্ট করল আবহাওয়া দফতর

 নিজস্ব প্রতিবেদন: ১৯ তারিখ অর্থাত্ আগামী বুধবার থেকে রাজ্যে পড়তে চলেছে  শীত ।  ঘূর্ণিঝড় পেটি  সোমবার দুপুর দেড়টা থেকে আড়াইটের মধ্যে অন্ধ উপকূল অতিক্রম করেছে ।  আগামী তিন ঘন্টা  এই ঘূর্ণিঝড়  শক্তিশালী থাকবে।  তারপর থেকে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে ।  জানাল হাওয়া অফিস।

আরও পড়ুন: একই বাড়িতে দুই বান্ধবীর আত্মহত্যা, কারণ ঘিরে ধোঁয়াশা

পেটির প্রভাবে   সোমবার সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ।  বেশি বৃষ্টি হবে  পশ্চিমের জেলাগুলো যেমন- পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে ।  বুধবার রাত থেকেই রাজ্যের তাপমাত্রা নামবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।  সেক্ষেত্রে রাজ্যের তাপমাত্রা এক ধাক্কায় ১৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ডিসেম্বরেই থাকবে শীতের আমেজ।

আরও পড়ুন: বন্ধুর সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কে বাধা হতেই খুন হতে হয় সোনারপুরের ব্যবসায়ীকে

তবে অকাল বৃষ্টিতে ক্ষতি হচ্ছে ফসলের। প্রচুর টাকার সবজি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার দুই মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও হুগলিতে প্রবল বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: হাইকোর্টে আর্জি মঞ্জুর, আইনি লড়াইয়ের পাশে রথযাত্রা নিয়ে আইন অমান্য কর্মসূচি বিজেপির

এদিকে, ‘পেটি’র প্রভাবে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইতিমধ্যে অন্ধ্রের ৯ জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সাধারণ মানুষকে সতর্ক করতে অন্ধ্র উপকূলে প্রচার চালাচ্ছে নৌসেনা। কয়েক সপ্তাহ আগেই অন্ধ্র-তামিলনাড়ুতে তাণ্ডব করে গিয়েছে ঘূর্ণিঝড় গাজা। উল্লেখ্য,  এবার ঘূর্ণিঝড় ‘পেটি’র নামকরণ করেছেন তাইল্যান্ড। বঙ্গোপসাগরে ঘনীভূত  ঘূর্ণিঝড়ের কারণে মৎস্যজীবীদের সোম ও মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীরে  ও মঙ্গলবার পশ্চিমবঙ্গ উপকূল বরাবর গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

.