'ভুল ইঞ্জেকশন দিয়ে রোগীকে মেরে দেব', নার্সের শাসানিতে উলুবেড়িয়া হাসপাতালে তুলকালাম

পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়।

Updated By: Oct 27, 2021, 09:28 AM IST
'ভুল ইঞ্জেকশন দিয়ে রোগীকে মেরে দেব', নার্সের শাসানিতে উলুবেড়িয়া হাসপাতালে তুলকালাম

নিজস্ব প্রতিবেদন: অক্সিজেন প্রায় শেষ। রোগীর অবস্থা খারাপ হতে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন পরিজনরা। ছুটে যান চিকিৎসক ও নার্সদের কাছে। অক্সিজেনের ব্যবস্থা করার আর্জি জানান। আর এই আর্জি শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন কর্তব্যরত নার্স। অভিযোগ, ভুল ইঞ্জেকশন দিয়ে রোগীকে মেরে ফেলার  হুঁমকি দেন তিনি। এরপর থেকেই গোটা ঘটনাকে ঘিরে উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Uluberia Super Speciality Hospital) তুলকালাম। পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়।

অ্যাসিড খেয়ে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Uluberia Super Speciality Hospital) ভর্তি হন শেখ সাবিনা খাতুন। রাজাপুর থানার খলিসানি এলাকার বাসিন্দা তিনি। রোগীর অবস্থা খারাপ দেখে ভর্তি করে নেন চিকিৎসকরা। শুরু হয় চিকিৎসা।  এরপর একটা সময় তাঁর অক্সিজেন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় রোগীর অবস্থা খারাপ হতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে নার্স এবং চিকিৎসকদের ডাকতে যান রোগীর পরিবারের লোকরা। অক্সিজেন দেওয়ার আর্জি জানান। অভিযোগ, তাঁদের আর্জিতে কোনও কর্ণপাত করেননি কর্তব্যরত নার্স। এই অবস্থায় পরিবারের লোকরা চিৎকার শুরু করলে বরং তাঁদের পাল্টা হুমকি দেন তিনি। অভিযোগ ওই নার্স বলেন, বিরক্ত করলে ভুল ইঞ্জেকশন দিয়ে রোগীকে মেরে দেবেন। 

আরও পড়ুন: Covid 19: রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আটশো পেরোল, কার্যত লকডাউন সোনারপুরে

আরও পড়ুন: Dinhata: পাহাড় সমস্যার মূলে GTA, এর জন্য দায়ী তৃণমূল, দিনহাটায় মমতাকে নিশানা সুকান্ত মজুমদারের

নার্সের মুখে ওই হুমকি শোনার পরেই আরও ক্ষেপে যান রোগীর পরিজনরা। হাসপাতালে কার্যত তুলকালাম বেঁধে যায়। পরিস্থিতি ঠিক নয় বুঝে হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশে খবর দেয়। পুলিস ঘটনাস্থলে এসে অবস্থা সামাল দেয়। অবস্থা খারাপ হতে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি রোগীকে অন্যত্র স্থানান্তরিত করেন। এই বিষয়ে উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের (Uluberia Super Speciality Hospital) সুপার সুদীপ্তরঞ্জন কাড়ার জানান, নার্সের এই ধরনের কথা বিশ্বাসযোগ্য নয়। তবুও রোগীর বাড়ির লোক অভিযোগ করলে ঘটনার তদন্ত হবে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.