Bangladesh: হুমকির তোয়াক্কা না করে চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়াল করব, ব্যারাকপুরে দাঁড়িয়ে বললেন বাংলাদেশি আইনজীবী

Bangladesh: ওখানে একজন আইনজীবী মারা গিয়েছেন। কার আঘাতে মারা গিয়েছেন সেটা বিচার না করে বলা হচ্ছে হিন্দুদের আঘাতে মারা গিয়েছে

Updated By: Dec 16, 2024, 01:48 PM IST
Bangladesh: হুমকির তোয়াক্কা না করে চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়াল করব, ব্যারাকপুরে দাঁড়িয়ে বললেন বাংলাদেশি আইনজীবী

বরুণ সেনগুপ্ত: প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করেও ৭৫ বছর বয়সে ফের আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ছেলের চিকিত্সার জন্য বাংলাদেশ থেকে ব্যারাকপুরে এসেছেন রবীন্দ্রনাথবাবু। সেখানেই তিনি ওই কথা বলেন।

আরও পড়ুন-বদলের বাংলাদেশে ২০২৫ সালের শেষে দিকে হতে পারে জাতীয় নির্বাচন!

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মরতে ভয় পাই না। জীবনের ঝুঁকি নিয়েও চিন্ময়কৃষ্ণের হয়ে আদালতে দাঁড়াব। আমি শুধু আইনজীবীই নই, একজন মানবাধিকার কর্মীও। চিকিত্সার কারণে ভারতে এসেছি। কাজ শেষ করে ঠিক সময়েই বাংলাদেশে হাজির হব। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তা খুব ভালো নয়। তবে পালিয়ে যাওয়ার জন্য ভারতে আসিনি। ২ জানুযারি ঠিকই আদালতে হাজির হয়ে যাব।

চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণের শুনানির পর আদালত চত্বরে প্রবল সংঘর্ষ শুরু হয়ে যায়। সেই সংঘর্ষে মৃত্যু হয় এক সরকারি আইনজীবীর। এনিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওখানে একজন আইনজীবী মারা গিয়েছেন। কার আঘাতে মারা গিয়েছেন সেটা বিচার না করে বলা হচ্ছে হিন্দুদের আঘাতে মারা গিয়েছে। ওই ঘটনায় ৭১ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের হয়ে আইনি লড়াই নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, চিন্ময়কৃষ্ণর হয়ে আইনি লড়াই করতে গিয়ে হুমকির মুখোমুখি হতে হচ্ছে। তার হয়ে যে আইনি লড়াই লড়বেন তার জন্য চিন্ময়কৃষ্ণের সঙ্গে কথা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না। এলাকার মানুষজন চিন্ময়কৃষ্ণকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সেই জন্যই তা অনেকের সহ্য হচ্ছে না। তার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে যাই হোক আগামী ২ তারিখ চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়াল করব।

চিন্ময়কৃষ্ণ দাস প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন,  চিন্ময়কৃষ্ণবাবুর ব্যাপারে গোটা বিশ্ব এখন জানে। কিছুদিন আগেও চিন্ময় প্রভুকে কেউ চিনত না, আমাকেও কেউ চিনত না। এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে একটা মিথ্যে মামলা দেওয়া হয়েছে। ওর হয়ে সওয়াল করতে ঢাকা থেকে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। আদালতে সওয়াল করার সময়ে আমাকে হেনস্থা করা হয়েছে। পুলিস আমাকে সাহায্য় করেছে। আমরা এই দেশ স্বাধীন করেছি। শাসক আসবে যাবে। আমার একটা লোক নিগৃহীত হচ্ছে। তাকে বেআইনিভাবে জেলে রাখা হয়েছে। আমরা লড়াই করা উচিত। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.