Malbazar: ঘন অরণ্যে লুকিয়ে বুনো হাতি, খোঁজ দিল বন দফতরের ড্রোন...

Malbazar: বিন্নাগুড়ির রেঞ্জার বলেন, হাতিটি কারও কোনও ক্ষতি করেনি, তবে এটিকে দিনভর নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আর ড্রোন থাকায় ওই কাজে সুবিধা হচ্ছে।

Updated By: Jan 25, 2024, 12:48 PM IST
Malbazar: ঘন অরণ্যে লুকিয়ে বুনো হাতি, খোঁজ দিল বন দফতরের ড্রোন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুয়ার্সের  রেড ব্যাংক চা বাগান লাগোয়া নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে দলছুট হাতি।  এলাকাটিতে কিছুটা জঙ্গল থাকায় হাতিটির সঠিক অবস্থান বুঝতে প্রাথমিক ভাবে একটু অসুবিধা হচ্ছিল। তবে সেই সমস্যার সমাধানে ড্রোন ওড়াল বন দফতর।

আরও পড়ুন:  Malbazar: সোনালি চা-বাগানে রুপোলি রেখা! বন্ধ বাগান খোলা নিয়ে আলোচনার আশ্বাস...

বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, হাতিটি কারও কোনও ক্ষতি করেনি। তবে এটিকে দিনভর নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আর ড্রোন থাকায় ওই কাজে খুবই সুবিধা হচ্ছে। 

স্থানীয় ও বন দফতরসূত্রে জানা গিয়েছে, রাতে হাতিটি রেড ব্যাংক চা-বাগানের শ্রমিক মহল্লাতেও ঢোকে। তবে সেখানে বুনোটি কারও কোনও অনিষ্ট করেনি বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন: Hooghly: হাঁস 'খুন'! ময়না তদন্তের জন্য কলকাতায় পাঠানো হল ইতির পোষ্য...

এদিন দেখা যায় রেড ব্যাংক চা-বাগান লাগোয়া ডায়না নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে হাতিটি। এদিকে বুনো-দর্শনে স্থানীয়দের অনেকে সেখানে জড়োও হন বলে জানা যায়। কিন্তু সাধারণত এর থেকেই গোলমাল ঘটে। উত্তেজিত জনতা হাতির বিরক্তি উৎপাদন করলে তেড়ে আসে হাতি, অনিষ্ট ঘটায়, কখনও ঘটে যায় বড় মাপের দুর্ঘটনাও। তাই হাতি দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন খবর পেয়ে তড়িঘড়ি বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা সেখানে চলে আসেন। চা-বাগানের এক শ্রমিক বলেন, এলাকাটিতে খুব একটা লোকজনের যাতায়াত নেই, তাই রক্ষে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.