কোথায় গেল কিসান সম্মাননিধির টাকা? প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

Updated By: May 6, 2021, 04:34 PM IST
কোথায় গেল কিসান সম্মাননিধির টাকা? প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

নিজস্ব প্রতিবেদন: আবারও প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। গতকালই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই নানা সিদ্ধান্ত নিয়ে চলেছেন। কোভিড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, নিয়েছেন আরও বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত। এবার চিঠিও লিখে ফেললেন প্রধানমন্ত্রীকে। চিঠি লিখলেন পিএম কিসান সম্মাননিধি নিয়ে। 

প্রধানমন্ত্রীকে (PM) একটি দীর্ঘ চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী (CM)। সেখানে তিনি উল্লেখ করেছেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বরই তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন,বাংলার কৃষকদেরও PM-KISAN Scheme-র আওতায় আনা হোক।  রাজ্য সরকারের তরফে বারবার বিষয়টি উত্থাপন করা হয়। কিন্তু কেন্দ্রের তরফে কোনও সাড়াই মেলেনি। 

আরও পড়ুন: বন্ধ লোকাল ট্রেন: ফাঁকা স্টেশন চত্বর, যাত্রীদের চরম দুর্ভোগ, জমছে অভিযোগ

ইত্য়বসরে ওই স্কিমের নিয়ম মোতাবেক রাজ্যের কৃষকদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আনুষঙ্গিক সমস্ত পদ্ধতিগত কর্মপ্রক্রিয়াই সমাধা করা হয়েছে। এবং কিসান সম্মাননিধি স্কিমে মোট ২১.৭৯ লক্ষ কৃষক তাঁদের নামও নথিবদ্ধ করেন। কিন্তু আজও তাঁদের টাকা দেওয়া হয়নি। এর মধ্যে প্রায় ১৫ লক্ষ কৃষকের নাম সংশ্লিষ্ট পোর্টালে 'আপলোড'ও করা হয়েছে। কিন্তু কেন্দ্রের তরফে কোনও কাজই এগোয়নি। 

চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, এটা জেনে নিশ্চয়ই কেন্দ্র খুশি হবে যে, রাজ্য সরকার ঘোষিত 'কৃষকবন্ধু' স্কিমের (KRISHAK BANDHU) জন্য ইতিমধ্যেই ১,৪৯৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবং প্রায় ৫৮ লাখ কৃষক ইতিমধ্যেই এর সুবিধা পেয়েছেন। এবং আরও ২৪২ কোটি টাকা বরাদ্দ হয়েছে ২০২১ ফেব্রুয়ারি পর্যন্ত মৃত কৃষকদের পরিবারকে অর্থসাহায্য করার লক্ষ্যে। 

শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গে তাঁর সাম্প্রতিক সফরে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বারবার বলেছেন, বকেয়া-সমেত প্রত্যেক কৃষককে ১৮,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত এই মর্মে একটি টাকাও রাজ্যে এসে পৌঁছয়নি। 

এরপরই মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, প্রধানমন্ত্রী যেন কিসান সম্মাননিধির বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট দফতরে বলে দেন। এবং তাঁর সংশ্লিষ্ট মন্ত্রক যেন রাজ্য সরকারের প্রস্তুত করে রাখা ওই ২১.৭৯ লক্ষ কৃষকের তথ্য সংগ্রহ করে নেয়।

আরও পড়ুন: 'প্রথম কাজ কোভিড মোকাবিলা, দ্বিতীয় কাজ অশান্তি রোখা', তৃতীয়বার CM হিসেবে শপথ গ্রহণের পর Mamata Banerjee, অভিনন্দন জানালেন রাজ্যপাল Jagdeep Dhankhar

 

.