গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ পুরশুড়ায় আজ Mamataর সভা, ভাঙন রুখতে কী বার্তা? নজর সেদিকেই
গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ এই পুরশুড়া বিধানসভা কেন্দ্রে প্রায় ২৬ হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী।
নিজস্ব প্রতিবেদন: পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলি জেলার আরামবাগের কাছে পুরশুড়ার সেকেন্দারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা আসনে কোনওক্রমে 'মান' বেঁচেছে তৃণমূলের। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ এই পুরশুড়া বিধানসভা কেন্দ্রে প্রায় ২৬ হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন: হুঁশিয়ারিই সার, Swasthya Sathi কার্ডের কথা বলতেই মুখ ফেরাল নার্সিংহোম
গত লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা ভোটে জেতেন কল্যাণ বন্দোপাধ্যায়। আরামবাগ লোকসভা আসনে জয়ী হয়েছিলেন অপরুপা পোদ্দার। হুগলি লোকসভা আসনে জয় ছিনিয়ে আনেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। আপাতত পুরশুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক পদ্মশিবিরে নাম লিখিয়েছেন। 'পা বাড়িয়ে' রয়েছেন আরও কয়েকজন। আর এর মধ্যেই মমতার সভা।
গত শনিবার নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ। সেদিন প্রধানমন্ত্রীর সামনেই গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকারি মঞ্চ থেকে কোনও জবাবের রাস্তায় হাঁটেননি। প্রতিবাদ জানিয়ে নেমে আসেন। আজ হুগলির পুরশুড়ার রাজনৈতিক মঞ্চ থেকেই নেতাজি আর বাংলার অপমানের কী জবাব দেন, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।