West Midnapore: পোস্টার নিয়ে সরগরম পুরসভা, তৃণমূলে গোষ্ঠীকন্দলের অভিযোগ বিরোধীদের
রবিবার সকালে হটাৎ দেখা যায় বামা দাকে বলো পোষ্টার। তারপরেই চাপানোউতর শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার পৌরসভায়। তা নিয়েই শুরু হয়েছিল জোর রাজনৈতিক তর্জা। বিরোধীদের দাবি, গোষ্ঠী কোন্দলের কারনেই এই পোস্টার।
চম্পক দত্ত: খড়ার পৌরসভার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে 'বামাদাকে বলো' পোস্টার পড়েছিল পৌরসভা জুড়ে। এবার সেই পোস্টারের বিরুদ্ধে পাল্টা পৌরসভার ইঞ্জিনিয়ারের পক্ষে পোস্টার পড়লো খড়ার পৌরসভায়। শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই পোস্টারিং পাল্টা পোস্টারিংয়ের খেলা চলছে বলে অভিযোগ। এমনকি পৌরসভার চেয়ারম্যানের ছেলে ইঞ্জিনিয়ারের পক্ষে দাঁড়িয়ে এই পাল্টা পোস্টারিং করিয়েছে বলে দাবি বিরোধীদের। নাগরিকবৃন্দের নাম দিয়ে একে অপরের বিরুদ্ধে পোস্টার পাল্টা পোস্টারের ঘটনায় শোরগোল খড়ারে।
রবিবার সকালে হটাৎ দেখা যায় বামা দাকে বলো পোষ্টার। তারপরেই চাপানোউতর শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার পৌরসভায়। তা নিয়েই শুরু হয়েছিল জোর রাজনৈতিক তর্জা। বিরোধীদের দাবি, গোষ্ঠী কোন্দলের কারনেই এই পোস্টার।
রবিবার খড়ার পৌরসভার নাগরিকবৃন্দের নাম দিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার বামাপদ মাইতির বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে পৌর এলাকা জুড়ে পোস্টার পড়েছিল। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের পোস্টার পড়লো খড়ার পৌরসভা জুড়ে। এখানেও পৌরসভার নাগরিকবৃন্দের নাম দিয়েই পোস্টার দেওয়া হয়েছে। তবে এবারের পোস্টারিং করা হয়েছে পৌরসভার ইঞ্জিনিয়ার বামাপদ মাইতির পক্ষে।
খড়ার পৌরসভার ইঞ্জিনিয়ার বামাপদ মাইতির পক্ষে বিভিন্ন ওয়ার্ডে পোস্টারে লেখা রয়েছে, ‘ছিঃ ধিক্কার। বামাদা আজ পর্যন্ত ১৫ বৎসর চাকুরি জীবনে কোনও টাকার বিনিময়ে কাজ করেছেন কোনও প্রমান নেই। উনি পৌরসভার সমস্ত কাজ জানেন তাই উনি সর্বদা নিঃস্বার্থে সবার উপকার করেন। যিনি বা যারা বলছেন উনি কাটমানি ও বোতল নিয়ে কাজ করেন তারা প্রমান করে দেখান। যে সমস্ত নেতা ওইদিন প্রকাশ্য বামাদার বিরুদ্ধে পোস্টারিংয়ে বিবৃতি দিয়েছিলেন তারা প্রমান করে দেখান নাহলে বুঝবো তারা তাদের শিরদাঁড়া কারও কাছে বিকিয়ে দিয়েছেন।‘
আরও পড়ুন: Canning: দুর্ঘটনাগ্রস্থ মানসিক ভারসাম্যহীন যুবক, রাতে হাসপাতালের বাইরে দু'ঘন্টা পড়ে রইলো রোগী
এবার পৌরসভার ইঞ্জিনিয়ারের পক্ষে পৌর এলাকায় পোস্টার পড়ায় মুখ খুলেছেন বামাপদ মাইতি। খড়ার পৌরসভার ইঞ্জিনিয়ার বামাপদ মাইতি বলেন, ‘আমার বিরুদ্ধে পড়া পোস্টার দেখে মর্মাহত। তবে ফের যে পোস্টার পড়েছে সেই পোস্টার খড়ারের মানুষ দিয়েছেন কারন তাঁরা দেখেছেন আমি কোনও কিছুর বিনিময়ে কোনও কাজ করিনি তাই প্রতিবাদ করা হয়েছে। যে রাজনৈতিক নেতা এই কাজ করছে বড় হওয়ার জন্য তাদের ভাবা উচিৎ কি কাজ করছি, আমি অভিযোগ জানিয়েছি এর তদন্ত হওয়া উচিত।‘
এই বিষয়ে সিপিএম নেতা ফাল্গুনী বীরের দাবি, ‘এটা আগেই বলেছি গোষ্ঠী কোন্দল তা আজ প্রমান হল। তবে ইঞ্জিনিয়ারের পক্ষে যে পোস্টারিং হয়েছে সেটা আমি দেখেছি সেটা তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই নি সেইরকম বিষয়। পরে যে পোস্টার দেওয়া হয়েছে খড়ার পৌর নাগরিকবৃন্দ পোষ্টার দেয়নি, বামাপদ বাবুর পেটোয়া কিছু লোক এই পোষ্টার দিয়েছে। আমার মনে হয় মাথা মোটা না হলে কেউ এই ধরনের পোস্টার দেয় না।‘
এই বিষয়ে খড়ারের বিজেপি নেতা অনির্বাণ ঘোষ বলেন, ‘কিছু দিন আগে শাসকদলের এক গোষ্ঠী পোস্টারিং করেছিল বামাপদ মাইতির বিরুদ্ধে তারই পাল্টা বামাপদ বাবুর পেটোয়া কিছু লোক ও তৃনমূলের নেতা পোষ্টারিং করে প্রমান করবার চেষ্টা করছেন তিনি কাটমানি খোর নন। তারমধ্যে খড়ার পৌরসভার চেয়ারম্যানের ছেলেও পৌরসভার ইঞ্জিনিয়ারের পক্ষে পোস্টারিংয়ে মদত দিয়েছে কারন তিনিও কিছু পার্সেন্ট কাটমানির ভাগ পান। তবে কে কোন কাজে কত পার্সেন্ট কাটমানি খাচ্ছেন সব তথ্য আমাদের কাছে আছে, সঠিক সময়ে তা আমাদের দল প্রকাশ করবে।‘
আরও পড়ুন: Bengal Weather Today: অপেক্ষার অবসান, অবশেষে জানা গেল কোথায়-কখন আছে মোকা?
এই বিষয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলইয়ের ছেলে বিলেশ্বর দোলই বলেন, ‘রাতের অন্ধকারে কিছু সমাজ বিরোধী ব্যাক্তি মদপ্য অবস্থায় পৌরসভার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে পোস্টারিং করেছিল নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য। আমরা এর প্রতিবাদ করেছি একজন পৌর নাগরিক হিসাবে। আমি কখনও শুনিনি এই কাটমানির কথা। দোষীদের জানা গেছে কারা এই ধরনের কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘
তবে এই বিষয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই বলেন, ‘আগে কারা পোস্টার দিয়েছিল, পরে আবার কারা পোস্টার দিয়েছে আমি এসব কিছুই জানিনা। কারা পোস্টার দিচ্ছে, কেন দিচ্ছে আমি জানি না। আমি চোখে দেখিনি। আমি কোনও কাটমানির সঙ্গে যুক্ত নেই।‘
খড়ার পৌরসভায় 'বামাদাকে বলো' পোস্টারের পর তার পাল্টা পোস্টার পড়ার ঘটনায় আবারও রাজনৈতিক তরজা শুরু হয়েছে আর একে হাতিয়ার করে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা।