Weather Today: নিম্নচাপ কেটে যেতেই রাজ্যে শীতের আমেজ? শুষ্ক হচ্ছে আবহাওয়া

শনিবারই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা।

Updated By: Oct 23, 2021, 07:31 AM IST
Weather Today: নিম্নচাপ কেটে যেতেই রাজ্যে শীতের আমেজ? শুষ্ক হচ্ছে আবহাওয়া
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন:  আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে শনিবারই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আসন্ন কয়েকদিনের মধ্যে গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা। ফলে আপাতত আর বৃষ্টির ভ্রূকুটি নেই রাজ্যে। নেই কোনও নিম্নচাপের চোখ রাঙানিও। বরং এবার শীতের আমেজ পেতে পারে রাজ্যবাসী এমনটাই বলা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানান হয়েছিল যে নিম্নচাপ কাটলেই রাজ্যে শুরু হবে প্রাক শীত পর্ব। লক্ষ্মীপুজোর সময় থেকেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি।

বৃষ্টি কমলেই শীতের পরশ লাগবে রাজ্যে। প্রথম কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে তাপমাত্রা একটু কমতে শুরু করবে। যদিও 'অফিসিয়ালি' শীত কবে আসতে পারে তা এখনও জানান হয়নি। তবে প্রাক-শীত আগেই উপভোগ করতে পারবে বঙ্গবাসী। কালীপুজোর আগেই কি রাজ্যে আসবে শীতের আমেজ?এ প্রশ্ন অনেকের মনেই। 

আরও পড়ুন, কলকাতায় আগে বাস চলত ৭,৫০০, এখন নামছে দু'হাজার, CNG-তে বদলের প্যাকেজ-ভাবনা Firhad-র

যদিও সে বিষয়ে এখনও সরকারি কোনও বিবৃতি আসেনি মৌসম ভবন কিংবা হাওয়া অফিসের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় এই আবহাওয়া দেখা যাবে। সোমবার পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে বলে জানান হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.