Weather Today: রাজ্যে দাপট বাড়াচ্ছে উত্তুরে হাওয়া, ক্রমশ কমছে তাপমাত্রা

আগামী ১৫ই ডিসেম্বর একেবারে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, এমনটাই পূর্বাভাস। 

Updated By: Nov 8, 2021, 08:15 AM IST
Weather Today: রাজ্যে দাপট বাড়াচ্ছে উত্তুরে হাওয়া, ক্রমশ কমছে তাপমাত্রা
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা নামতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তবে হাড় কাঁপানো শীতের জন্য আরও একটু সময় অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৫ই ডিসেম্বর একেবারে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, এমনটাই পূর্বাভাস। কালীপুজোর আগে থেকেই ভোরের দিকে কুয়াশাও পড়তে শুরু করেছে। কমছে তাপমাত্রাও। 

ধীরে ধীরে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে।  কালীপুজোর পর পর যেভাবে কমেছে তাপমাত্রা তা রেকর্ড বলেই জানান হয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। ফলে দিনের বেলাতে রোদ থাকলেও রাতে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ২০১৬ এর পর আবার এ বছর ১০ নভেম্বরের মধ্যে এতটা পারদ পতন। 

আরও পড়ুন, Narayangarh: 'দিদির বিকল্প নেই', দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূলে নেতা-কর্মী-সহ বিজেপির ৪৫০ জন

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাব দক্ষিণ ভারতেই পড়বে। তবে ১১ নভেম্বর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও আকাশ কিছুটা মেঘলা থাকবে সেই কারণে। যার ফলে ঠান্ডা কিছুটা কমতে পারে। 

এদিকে, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৩৯ শতাংশ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.