Weather Today: কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা
Weather Forecast: কলকাতায় ক্রমশ বাড়ছে আর্দ্রতা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা ।
নিজস্ব প্রতিবেদন: বর্ষা না আসলেও বৃষ্টির (Rain) চোখ রাঙানি রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়৷ শুক্র-শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। এই মুহূর্তে শহর এবং শহরতলিতে আংশিক মেঘলা আকাশে ঢাকা (Weather)। কলকাতায় ক্রমশ বাড়ছে আর্দ্রতা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।শুক্রবার ও শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
অপরদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দক্ষিণ পশ্চিম বায়ু শক্তিশালী হয়ে উঠেছে ক্রমশ। রাজস্থান থেকে উত্তর প্রদেশ বিহার এবং উত্তর বঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে বর্ষার আগমন ঘটেছে। আন্দামান সাগর পেরিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের অনেকটা অংশে ঢুকে পড়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। পরিস্থিতি অনুকূল বলে আগামী কয়েকদিন ধীরে ধীরে এগোবে বর্ষা, এমনটাই মৌসম ভবন সূত্রে খবর।
অন্যদিকে, দেশের রাজধানী সহ বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু অংশে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।