Bengal Weather: ফের আবহাওয়ার ভোল বদল! দুর্যোগ কি আরও বাড়বে, জানিয়ে দিল আবহাওয়া দফতর
মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে ৬ই আগস্ট অর্থাৎ রবিবার। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরখপুর, পাটনা, শ্রীনিকেতন, ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার ভোল বদল হয়ে কমবে বৃষ্টি।
![Bengal Weather: ফের আবহাওয়ার ভোল বদল! দুর্যোগ কি আরও বাড়বে, জানিয়ে দিল আবহাওয়া দফতর Bengal Weather: ফের আবহাওয়ার ভোল বদল! দুর্যোগ কি আরও বাড়বে, জানিয়ে দিল আবহাওয়া দফতর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/03/431976-weather35.jpg)
অয়ন ঘোষাল: গভীর নিম্নচাপ দুর্বল হয়ে সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার ভোল বদল হয়ে কমবে বৃষ্টি। আগামী ৭২ ঘণ্টায় ৭ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দুই-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন, Typhoon Khanun: ১৭৩ কিমি বেগে ধেয়ে আসছে মারাত্মক বিধ্বংসী ঝড় 'খানুন'! কী হবে রাজ্যে?
কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে পাসিং শাওয়ার বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ সরে গেলেই তার ছেড়ে যাওয়া জলীয় বাষ্প অস্বস্তি বাড়াবে দক্ষিণবঙ্গে। আর্দ্রতা থাকবে ৯০ শতাংশের কোঠায়। ফলে বাড়বে ঘর্মাক্ত পরিস্থিতি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে, ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা-দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।
তবে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাস্পের জেরে বেলা বাড়লেই ঘর্মাক্ত অস্বস্তি। পরশু রাতের টানা বৃষ্টির হাত ধরে কাল শহরে দিনের তাপমাত্রা ৩৪.২ থেকে একধাক্কায় কমে ২৯.৫ ডিগ্রি হয়ে যায়। বৃহস্পতিবার থেকে ফের তা বাড়বে। ৭২ ঘন্টায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের তাপমাত্রা। কাল রাতের তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। অর্থাৎ কাল দিন ও রাতের তাপমাত্রায় ফারাক ছিল মাত্র ৩ ডিগ্রির। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কমে মাত্র ২ মিলিমিটার।
আরও পড়ুন, Indo Bangla Bus service: কলকাতা থেকে বাসে চেপেই এবার সোজা ঢাকা!