Weather Today: কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

আশ্বিনেও বৃষ্টির চোখ রাঙানি বজায় থাকবে বলে জানান হয়েছে। 

Updated By: Sep 19, 2021, 10:06 AM IST
Weather Today: কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আশ্বিনেও বৃষ্টির চোখ রাঙানি বজায় থাকবে বলে জানান হয়েছে। 

আগামী ৪৮ ঘণ্টায় মেঘলা আকাশ থাকবে বলে জানা গিয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্তের পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে সোমবার অবধি দুর্যোগ বজায় থাকবে রাজ্যের আকাশে, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। 

আরও পড়ুন, Durgapur Barrage: ফের লকগেট মেরামতি, রবিবার থেকে বন্ধ যান চলাচল

আজ আকাশ প্রধানত মেঘলাই থাকবে। শহর ও শহরতলীর দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২০.৭ শতাংশ। 

দক্ষিণবঙ্গের ১০টিরও বেশি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি, কমবে বৃষ্টির পরিমাণ, আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানান হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.