খাকি বাদ, বদলে যাচ্ছে পুলিসের উর্দির রং
জানা গিয়েছে, ট্র্যাফিক পুলিস ও সাধারণ পুলিসকর্মী উভয়েই সাদা পোশাক পরবেন। তবে কমিশনারেটের বাইরে রাজ্য পুলিসের উর্দির রং খাকিই থাকছে। খাকি উর্দি পরবেন সশস্ত্র পুলিসের কর্মীরাও।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সমস্ত পুলিস কমিশনারেটের পুলিসকর্মীদের উর্দির রং সাদা করার প্রস্তাব এল নবান্নে। প্রস্তাব গৃহীত হলে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সমস্ত পুলিস কর্মীদের উর্দির রং হবে সাদা। সেক্ষেত্রে কলকাতা পুলিসের মতো সাদা ঊর্দি পরতে দেখা যাবে বিধাননগর বা আসানসোল - দুর্গাপুর পুলিস কমিশনারেটের কর্মীদেরও। তবে রাজ্য পুলিসের উর্দির রং খাকিই থাকছে।
শুক্রবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, সমস্ত পুলিস কমিশনারেটের পুলিসকর্মীদের উর্দির রং সাদা করতে প্রস্তাব এসেছে। সূত্রের খবর প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। সেক্ষেত্রে রাজ্যের ৬টি পুলিস কমিশনারেটের কর্মীদের সাদা পোশাক পরতে দেখা যাবে। বর্তমানে রাজ্য পুলিসের মতো কমিশনারেটের পুলিসকর্মীরাও খাকি উর্দি পরেন। সাদা উর্দি পরেন একমাত্র কলকাতা পুলিসের কর্মীরা।
সম্পত্তি হাতাতে শ্বশুর-শাশুড়িকে 'নগ্ন' করে মার পুত্রব্ধূর
জানা গিয়েছে, ট্র্যাফিক পুলিস ও সাধারণ পুলিসকর্মী উভয়েই সাদা পোশাক পরবেন। তবে কমিশনারেটের বাইরে রাজ্য পুলিসের উর্দির রং খাকিই থাকছে। খাকি উর্দি পরবেন সশস্ত্র পুলিসের কর্মীরাও।