ভোট ‘হিংসা’ নিয়ে হাইকোর্টে মামলার ইঙ্গিত
প্রসঙ্গত, সোমবারই হাইকোর্টের এজলাসে বসে পঞ্চায়েত ভোটে অশান্তির ছবি দেখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীনই রাজ্যজুড়ে অশান্তি ও মৃত্যুর খবর আদালতে জানান বার কাউন্সিলের এক সদস্য।
নিজস্ব প্রতিবেদন: ভোট অশান্তি নিয়ে ফের হাইকোর্টে মামলার ইঙ্গিত। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে অশান্তির ‘মেনশন’ করল সিপিএম, পিডিএস। আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু আদালত সেই মামলা শুনবে গরমের ছুটির পর।
প্রসঙ্গত, সোমবারই হাইকোর্টের এজলাসে বসে পঞ্চায়েত ভোটে অশান্তির ছবি দেখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীনই রাজ্যজুড়ে অশান্তি ও মৃত্যুর খবর আদালতে জানান বার কাউন্সিলের এক সদস্য।
আরও পড়ুন: ভোটের বলি অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে ২১
এরপরই মোবাইল ফোনে লাইভ টিভিতে রাজ্যের পরিস্থিতি দেখেন বিচারপতিরা। বার কাউন্সিলের ওই সদস্য ৬ জনের মৃত্যুর খবর জানিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানান বিচারপতিদের কাছে। এমনকী স্বরাষ্ট্র সচিব ও কমিশনকে তলবের আর্জিও জানান তিনি। আদালত সূত্রে খবর, এরপরই বিচারপতিরা জানিয়েছেন, তাঁরা এখনই তলব করতে চান না। কিন্তু, আদালত এও জানিয়ে দেন, কেউ যদি এ সংক্রান্ত মামলা রুজু করতে চায়, তাতে আদালতের আপত্তি নেই।