চুপ চাপ ‘ভুল ছাপ’

২০১৩ থেকেই ক্ষমতায় তৃণমূল। এবারও  ভঞ্জিপুরে একাধিপত্য কায়েম করার দিকে এগোচ্ছে শাসক দল। বৃহস্পতিবার ব্যালট খুলতেই গোটা রাজ্যের মতো এখানেও দেখা যায় তৃণমূল ট্রেন্ড। তবে গণ্ডগোল বাধে ৪ নং পার্টে।

Updated By: May 17, 2018, 04:13 PM IST
চুপ চাপ ‘ভুল ছাপ’

নিজস্ব প্রতিবেদন: শাসকের বিরুদ্ধে ফের ভোট কারচুপির অভিযোগ। তারকেশ্বরের ভঞ্জিপুরে ব্যালট নয়ছয়ের অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ করল খোদ ‘শাসক দলেরই কর্মী’।

আরও পড়ুন- ভাঙড়ে ভোটের ফলে ছাপ ফেলল হোয়াটসঅ্যাপ মনোনয়ন, জয়ী নির্দল প্রার্থীরা

হুগলির এই গ্রাম পঞ্চায়েতে ২০১৩ থেকেই ক্ষমতায় তৃণমূল। এবারও  ভঞ্জিপুরে একাধিপত্য কায়েম করার দিকে এগোচ্ছে শাসক দল। বৃহস্পতিবার ব্যালট খুলতেই গোটা রাজ্যের মতো এখানেও দেখা যায় তৃণমূল ট্রেন্ড। তবে গণ্ডগোল বাধে ৪ নং পার্টে।

আরও পড়ুন- ... বাকিটা লোকসভায় দেখাব: অনুব্রত মণ্ডল

ব্যালট বাক্স খোলার আগে প্রিসাইডিং অফিসার জানান এখানে মোট ৯৪৪ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭৯৬টি। তবে গুনতি শুরু হতেই চোখ কপালে ওঠে প্রিসাইডিং অফিসার সহ  প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের। দেখা যায় ভোট বাক্সে ব্যালট রয়েছে ৮৮১টি, সেগুলির মধ্যে বেশ কিছু ব্যালট আবার রয়েছে কাউন্টার-পার্ট সহ।

আরও পড়ুন- বীরভূমে ‘অক্সিজেন’ পেল বিজেপি

এরপরই প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান তৃণমূলের টিকিট না পাওয়া নির্দল প্রার্থী সান্তনা মাঝি। সেই অভিযোগ খতিয়ে দেখে মোট ৭৫টি ব্যালট বাতিলও করা হয়। তবে এতেও শেষ রক্ষা করা যায়নি। ৪২০ ভোট পেয়ে ওই আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী টুম্পা ঘান্তি।

.