WB Panchayat Election 2023: হাতে বিষ নিয়ে আত্মহত্যার হুমকি, বাহিনীর দাবিতে পুলিসের পা ধরে অনুনয়
বাহিনী না এলে ভোট দেবেন না তাঁরা। কারণ, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। লুঠ হয়ে যেতে পারে তাদের ভোট।
অর্ণবাংশু নিয়োগী: হাতে বিষ নিয়ে পুলিসের পা ধরে অনুনয়। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট বয়কট নন্দীগ্রামের তারাচন্দ্রপুরে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, নন্দীগ্রামের তারাচন্দ্রপুরের ওই বুথে বাহিনী মোতায়েন হয়নি। এই অভিযোগে সকাল থেকে ভোটগ্রহণ বন্ধ ছিল। শেষে বিষ হাতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। তাদের বক্তব্য়, বাহিনী না এলে বিষ পান করবেন তাঁরা। বিষ পান করে আত্মঘাতী হবেন। বাহিনী না এলে ভোট দেবেন না তাঁরা। ভোট দেওয়ার জন্য তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। কারণ, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। লুঠ হয়ে যেতে পারে তাদের ভোট। বেশ খানিকক্ষণ বিক্ষোভ-অশান্তির পর ভোটারদের দাবি মেনে নেয় পুলিস। হাফ সেকশন বাহিনী অর্থাৎ ৪ জন কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে মোতায়েন করে পুলিস। তারপরই শুরু হয় ভোটগ্রহণ।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সকাল থেকেই রক্তাক্ত বাংলা। জায়গায় জায়গায় অশান্তি। গুলি-বোমাবাজি। ভোটের সকালে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪ জন। মালদার মানিকচকে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী। গুরুতর জখম ৮ জন। কোচবিহারের ফলিমারিতে খুন বিজেপির পোলিং এজেন্ট। বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। ওদিকে, মুর্শিদাবাদের খড়গ্রামে খুন তৃণমূল কর্মী। কুপিয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস। রেজিনগরেও খুন তৃণমূল কর্মী। বোমা মেরে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম ইয়াসিন শেখ। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
উল্লেখ্য, রাজ্যে মোট ৬১ হাজার ৬৩৬ বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪ হাজার ৮৪৩। অর্থাৎ, মোট বুথের ৭.৮৪ শতাংশ স্পর্শকাতর বুথ। জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করে জানায় কমিশন। সেখানে পূর্ব মেদিনীপুরে ৪১২৮-এর মধ্যে ৩৫৬টি বুথ স্পর্শকাতর। প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত ভোটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ করেছে কলকাতা হাইকোর্ট।