২০১৯ সালে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের ছুটির বহর। এবার পুজোয় ১০ দিন ছুটি নিশ্চই চেটেপুটে নেবেন তাঁরা। 

Updated By: Nov 5, 2018, 04:25 PM IST
২০১৯ সালে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। সোমবার অর্থ দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা জারি করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে গোটা বছরে মোট ৩৮ দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ৫ অক্টোবর থেকে টানা থাকছে পুজোর ছুটি। 

এক নজরে দেখে নিন ২০১৯-এর ছুটির তালিকা

ইংরাজি নববর্ষ - ১ জানুয়ারি
বিবেকানন্দর জন্মদিন - ১২ জানুয়ারি
নেতাজির জন্মদিন - ২৩ জানুয়ারি
প্রজাতন্ত্র দিবস - ২৬ জানুয়ারি
সরস্বতী পুজোর পরদিন - ১১ ফেব্রুয়ারি
শিবরাত্রি - ৪ মার্চ
দোল - ২১ মার্চ
হোলি - ২২ মার্চ
নববর্ষ - ১৫ এপ্রিল 
গুড ফ্রাইডে - ১৯ এপ্রিল
মে দিবস - ১ মে
রবীন্দ্র জয়ন্তী - ৯ মে
বুদ্ধ পূর্ণিমা - ১৮ মে
ইদ উল ফিতর - ৫ জুন
ভানু ভক্তের জন্মদিন - ১৩ জুলাই
(দার্জিলিং, কালিম্পংয়ে ছুটি)
ইদ উদ জোহা - ১২ অগাস্ট
স্বাধীনতা দিবস - ১৫ অগাস্ট
জন্মাষ্টমী - ২৩ অগাস্ট
মহরম - ১০ সেপ্টেম্বর
মহালয়া - ২৮ সেপ্টেম্বর
গান্ধী জয়ন্তী - ২ অক্টোবর
দুর্গা পুজো - ৩ - ১২ অক্টোবর
গুরু নানকের জন্মদিন - ১২ নভেম্বর
লক্ষ্মীপুজোর পরদিন - ৩০ অক্টোবর
ছটপুজো - ২ নভেম্বর
বড়দিন - ২৫ ডিসেম্বর

এছাড়া বেশ কিছু ছুটি পড়েছে রবিবার। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের ছুটির বহর। এবার পুজোয় ১০ দিন ছুটি নিশ্চই চেটেপুটে নেবেন তাঁরা। 

 

.