করোনা রুখতে কার্যত ২ সপ্তাহের লকডাউন ঘোষণা রাজ্য সরকারের
করোনা মোকাবিলায় রবিবার থেকে কী কী খোলা আর কী কী বন্ধ থাকবে, জেনে নিন।
নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় দু'সপ্তাহের জন্য কার্যত লকডাউন ঘোষণা রাজ্য সরকারের। যদিও সরকারের ভাষায় 'কড়া বিধিনিষেধ' বলা হচ্ছে। শনিবার নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায় ঘোষণা করেন, রবিবার সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত সকল স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠান বন্ধ। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান (জরুরি পরিষেবা ব্যতীত) বন্ধ থাকবে। বিনোদন ক্ষেত্র বন্ধ, শপিং, রেস্টুরেন্ট, সুইমিং পুল, বিউটি পার্লার বন্ধ। খুচরো দোকান, সবজি-ফল-মুদিখানা-দুধ ও মাংসের দোকান সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। বিধিনিষেধ পরিবহনেও। লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ। বন্ধ পার্ক, চিড়িয়াখানাও। রাজ্যের অন্দরে খাদ্যসামগ্রীর ট্রাক ছাড়া অন্যান্য ট্রাক চলাচল বন্ধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনো যাবে না। বিয়েবাড়িতে ৫০ জনের বেশি নয়। ব্যাঙ্ক খোলা সকাল ১০টা থেকে ২টো। চালু থাকবে হোম ডেলিভারি ও ই কমার্স।
মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়ের ঘোষণা:
- ১৫ দিনের জন্য সকল স্কুল, কলেজ, পলিটেকনিক, আইটিআই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
- সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি পরিষেবা, আদালত, টেলিকম পরিষেবা, সংবাদমাধ্যমের অফিস, স্যনেটাইজেশন বিভাগ, বিদ্যুৎ পরিষেবা, ইন্টারনেট, পানীয় জল পরিষেবা চালু থাকবে।
- জিম, রেস্টুরেন্ট, শপিং মল, সুইমিং পুল, বিউটি পার্লার বন্ধ থাকবে।
- মুদিখানার দোকান, দুধের দোকান, সবজি বাজার, মাংসের দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।
- সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান।
- ওষুধের দোকান ও চশমার দোকান সাধারণ নিয়মে খোলা থাকবে।
- পার্ক, চিড়িয়াখান বন্ধ থাকবে। তবে, রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
- রাজ্যের মধ্য়ে ট্রেন, মেট্রো, বাস পরিষেবা বন্ধ থাকবে (জরুরি পরিষেবা ব্যাতীত)। বন্ধ থাকবে ব্যক্তিগত গাড়ি চলাচল।
- সমস্ত রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষাগত জমায়েত নিষিদ্ধ।
- চা-বাগানে প্রতি সিফটে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। জুট মিলে প্রতি সিফটে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।
- সমস্ত পণ্যের হোম ডেলিভারি, ই-কমার্স চালু থাকবে।
- ব্যাংক ও এটিএম সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত চালু থাকবে।
- পেট্রোল পাম্প, অটো রিপেয়ারিংয়ের দোকান খোলা থাকবে।
- বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে ৫০ জনের বেশি লোক নয়। সৎকারে ২০ জনের বেশি লোক নয়।
- রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত সমস্ত আউটডোর মুভমেন্ট (জরুরি পরিষেবা ব্যাতীত) বন্ধ থাকবে।
- এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে এই নির্দেশ মেনে চলতে হবে। নাইলে মহামারি আইনে কড়া পদক্ষেপ করবে রাজ্য।