অশান্ত পাহাড়, পর্যটকদের নিরাপদে ফেরাতে একাধিক ব্যবস্থা রাজ্য সরকারের

অশান্ত পাহাড় । গতকালই অনেক পর্যটক দার্জিলিং ছেড়েছিলেন। অনেকে আবার শিলিগুড়ি পৌছে দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। আজ সকাল থেকেই পর্যটকদের জন্য বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ পরিবহণ নিগম । সকাল থেকেই দুঘণ্টা অন্তর কলকাতার উদ্দেশে বাস ছাড়ছে। শুক্রবার সকাল থেকেই তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে বাসের জন্য লম্বা লাইন। সরকারি ব্যবস্থাপনায় খুশি পর্যটকরা। তবে মন ভার। মোর্চার আন্দোলনের জেরে বাতিল হয়ে গেল তাঁদের বেড়ানো।

Updated By: Jun 9, 2017, 10:27 AM IST
অশান্ত পাহাড়, পর্যটকদের নিরাপদে ফেরাতে একাধিক ব্যবস্থা রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক: অশান্ত পাহাড় । গতকালই অনেক পর্যটক দার্জিলিং ছেড়েছিলেন। অনেকে আবার শিলিগুড়ি পৌছে দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। আজ সকাল থেকেই পর্যটকদের জন্য বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ পরিবহণ নিগম । সকাল থেকেই দুঘণ্টা অন্তর কলকাতার উদ্দেশে বাস ছাড়ছে। শুক্রবার সকাল থেকেই তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে বাসের জন্য লম্বা লাইন। সরকারি ব্যবস্থাপনায় খুশি পর্যটকরা। তবে মন ভার। মোর্চার আন্দোলনের জেরে বাতিল হয়ে গেল তাঁদের বেড়ানো।

পর্যটকদের নিরাপদে ফেরাতে জরুরি ভিত্তিতে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার ।

পর্যটকদের নামিয়ে আনতে তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ।

তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে প্রতি ২ ঘণ্টা অন্তর বাস ছাড়ছে সমতলের উদ্দেশে।

নিউ জলপাইগুড়ি স্টেশন, বাগডোগরা বিমানবন্দর এবং তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে খোলা হয়েছে হেল্প ডেস্ক ।

আটকে থাকা পর্যটকদের জন্য নিরাপত্তা ও রসদের যোগান নিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে রাজ্য।

পর্যটকরা না ফেরা পর্যন্ত পাহাড়েই থাকবেন মুখ্যমন্ত্রী ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই বাবা হলেন ভারতীয় দলের ক্রিকেটার

ফোবর্সের তালিকায় প্রথম ১০০ জন ধনী ক্রীড়াবিদের মধ্যে জায়গা পেলেন মাত্র একজন ভারতীয়

.