নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার ভোরে মারা গিয়েছেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। তাঁকে শ্রদ্ধা জানাতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এদিন বেলায় সরকারি তরফে নির্দেশিকা জারি করে ছুটির বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন

ওই নির্দেশিকা অনুযায়ী, আজ, সোমবার বিকেল চারটের সময় ছুটি হয়ে যাবে সমস্ত রাজ্য সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অধিগৃহীত সংস্থা। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

২০১৩ সাল থেকেই অসুস্থ ছিলেন বাম জমানার শেষ শিল্পমন্ত্রী নিরুপম সেন। সম্প্রতি রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। গত ১২ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অবশেষে এদিন ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: নিরুপম সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সকালেই ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরুপম সেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের প্রয়াণে শোকাহত। পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা।"

English Title: 
West Bengal Government announce holiday to homage nirupam sen
News Source: 
Home Title: 

নিরুপম সেনের মৃত্যুতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

নিরুপম সেনের মৃত্যুতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের
Yes
Is Blog?: 
No
Section: