প্রবল ঠান্ডায় কাবু রাজ্য, ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের পূর্বাভাস
বীরভূম, বর্ধমান, পুরুলিয়ায় চলছে শৈত্যপ্রবাহ। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে বাঁকুড়ায়। বর্ধমানে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাকি জেলাগুলিরও কমবেশি একই অবস্থা।
নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বরে ডুব দিলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে। শুক্রবারের তুলনায় পারদ সামান্য চড়লেও, এখনও ১১-র ঘরেই রয়েছে তাপমাত্রা। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কমে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায় ফের নামতে পারে পারদ। ফলে চলতি সপ্তাহের বাকি দিনগুলো জাঁকিয়ে ঠান্ডা পেতে চলেছেন শহরবাসী।
আরও পড়ুন- আরও নামবে পারদ, শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়ে জানাল হাওয়াঅফিস
কলকাতার পাশাপাশি কনকনে ঠাণ্ডা জেলাগুলিতেও। বীরভূম, বর্ধমান, পুরুলিয়ায় চলছে শৈত্যপ্রবাহ। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে বাঁকুড়ায়। বর্ধমানে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাকি জেলাগুলিরও কমবেশি একই অবস্থা। জাঁকিয়ে শীতের আমেজ জেলায় জেলায়। বছরের শুরুতে নতুন স্পেলে, দুর্দান্ত ফর্মে শীত। উত্তুরে হাওয়ার দাপট বাড়তেই, একধাক্কায় পারদ অনেকটাই নেমে গিয়েছে। এই মরসুমে এই প্রথম কোনও জেলাতে তাপমাত্রা দশের নিচে নামল। আগুন পোহাতে ব্যস্ত মানুষজন কিংবা সকাল সকাল গরম চায়ের ভাঁড়ে চুমুক, শীতের এমন পরিচিত দৃশ্য চারিদিকে এখন দেখা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি একই অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এক ধাক্কায় সেখানে তাপমাত্রার পারদ অনেকটাই কমে গিয়েছে।