West Bengal Election 2021: বেগমের এখান থেকে জেতা হচ্ছে না, ২ মে ইস্তফা দিতে হবে: Suvendu

বয়ালের বুথে প্রায় দু'ঘণ্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: Apr 1, 2021, 05:36 PM IST
West Bengal Election 2021: বেগমের এখান থেকে জেতা হচ্ছে না, ২ মে ইস্তফা দিতে হবে: Suvendu

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigram) মমতা জিতছেন না। ভোটগ্রহণের শেষপর্বে বারবার এমন দাবি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বহিরাগত ঢোকানোর অভিযোগ করেছেন মমতা (Mamata Banerjee)। তার পাল্টা অধিকারী পরিবারের মেজোপুত্র বলেন,'ভোটারদের অপমানিত করছেন উনি। দুর্ঘটনায় আহত হওয়ার পর দোষারোপ করছেন। রাজ্যপালের সঙ্গে কথা বলতেই পারেন। তবে ভোট পরিচালনা করছে নির্বাচন কমিশন।'  

বয়ালের বুথে প্রায় দু'ঘণ্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি যাওয়ার পরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ৭ নম্বর বুথে ভোটদানে বাধা ও এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। শুভেন্দুর (Suvenud Adhikari) জবাব,'রাজনৈতিক জমি হারাচ্ছেন উনি। বেআইনি কাজ করেছেন উনি। ২ ঘণ্টা ভোটগ্রহণ আটকে নাটক করেছেন। আদর্শ আচরণবিধি ভেঙেছেন।'      

মমতা যাওয়ার পর বয়ালে যান শুভেন্দু। তিনি বলেন,'বেগমের এখান থেকে জেতা হচ্ছে না। মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে, কড়ায়গণ্ডায় হিসাব নেব। এখানে হারছেন। ২ মে ইস্তফা দিতে হবে।'

আরও পড়ুন- West Bengal Election 2021: '৮০% ছাপ্পা পড়েছে', লিখিত অভিযোগ করে ২ ঘণ্টা পর বুথ ছাড়লেন Mamata

.