West Bengal Election 2021: হাত ধরে নন্দীগ্রামে না আনলে কোলাঘাট ব্রিজ পেরোতেন না, জেলায় ১৬-০ হবে: Sisir
প্রথম দফার ভোটের (West Bengal Election 2021) আগে জয় নিয়ে আত্মবিশ্বাসী শিশির অধিকারী (Sisir Adhikari)।
নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরে ১৬টি আসন। সবগুলিই পাবে বিজেপি (BJP)। প্রথম দফার ভোটপর্ব (West Bengal Election 2021) শুরুর আগে আত্মবিশ্বাসী শিশির অধিকারী (Sisir Adhikari)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শিশির (Sisir Adhikari) বলেন,'রাজপুত্র সভা করে যাওয়ার পর জয়-পরাজয় নির্ধারণ হয়ে গিয়েছে।'
অধিকারী পরিবারের নাম না করে জনসভায় মমতা 'গদ্দার' বলে দাগিয়ে দিচ্ছেন। তার জবাব দিয়ে শিশির (Sisir Adhikari) এ দিন বলেন, 'সাড়ে ৬২ বছর পার্টি করছি। গুন্ডা,গদ্দার, বেইমান ও চিটিংবাজ নেই। উনি এনেছেন বারেবারে। পাঠিয়েছেনও।' মুখ্যমন্ত্রীর পায়ে চোটকে 'নাটক' আখ্যা দিয়েছেন শিশির। তাঁর কথায়,'পা ভাঙার ঘটনা নাটক ছাড়া কিছু নয়। তবে এখানে লাভ হবে না।' বাইরে থেকে লোক এনে ভোট করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'একটা সম্প্রদায়ের কিছু চ্যাংড়া ছেলে হোটেলের দরজা ভেঙেছে। তিনটে ছেলে মোদীর সভার মঞ্চ বাঁধার কাজে এসেছিল। তাঁদের বহিরাগত বলে মারধর করা হল। হোটেল ভাঙচুর করল। পুলিস হস্তক্ষেপ করেছে। আতঙ্কে এসব বলছেন।'
২ মে পূর্ব মেদিনীপুর জেলায় কী ফল হবে, তাও আগাম বলে দিলেন শিশির (Sisir Adhikari)। তাঁর দাবি,'জেলায় ষোলো-শূন্য হবে। রাজপুত্র সভা করে শেষ পেরেক মেরে গিয়েছেন। কুৎসিত কথা বলেছে। সেদিনই জয় পরাজয় নির্ধারিত হয়ে গিয়েছে। নন্দীগ্রামের আন্দোলনের সময় আমরা ছিলাম। এখন ভাগ নিতে এসেছেন। এই নন্দীগ্রাম আন্দোলন পাঠ্যপুস্তকে আসেনি। পেনশন পায়নি। অথচ সিঙ্গুর বেলায় তা হল। এখন এসে বলছেন ভাগ দিতে হবে। মানুষ সব জানে। নন্দীগ্রামে কিছু করেননি উনি। হাত ধেরে টেনে না আনলে কোলাঘাট ব্রিজ পার হতেন না। নন্দীগ্রামের ভাগ্য নির্ধারণ হয়ে গিযেছে। জবাব দেবে মানুষই।'
আরও পড়ুন- Modi-র মুখেও 'জয় বাংলা', মনে করালেন, মুক্তিযুদ্ধে ভারতের 'আত্মহুতি ও রক্তে'র কথা