West Bengal Election 2021: বাহিনী নিয়ে ততক্ষণ বলব, যতক্ষণ তারা BJP করবে, কমিশনের নোটিসেও অনড় Mamata
কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজের মন্তব্যেও অনমনীয় মমতা (Mamata Banerjee)। বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে ওই নোটিসকে তিনি যে গুরুত্ব দিচ্ছেন না, শুক্রবার তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,'কেন্দ্রীয় বাহিনী নিয়ে ততক্ষণ বলব যতক্ষণ তারা বিজেপি করবে। অমিত শাহের নির্দেশে চলছে সিআরপিএফ।'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মমতাকে দ্বিতীয় নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব বর্ধমানের জামালপুরের সভায় তিনি বলেন,'প্রধানমন্ত্রী এত উল্টোপাল্টা কথা বলেন, অথচ বিধিভঙ্গ হয় না। প্রতিদিন নির্বাচনের দিন প্রচার করেন আমরাও করি, উনি না করলে আমরা করতাম না। পরীক্ষা পে চর্চা করছেন। বাংলার বাইরে করুন, বাংলায় কেন? তখন বিধিভঙ্গ হয় না। অমিত শাহ রোড শোয়ে যা-তা বলে যায়, অথচ বিধিভঙ্গ হয় না! মমতা বন্দ্যোপাধ্যায় খালি জনগণের কাছে বক্তৃতা দিলে বিধিভঙ্গ হয়!'
নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে মমতা (Mamata Banerjee) বলেন,'আমি জনগণের সঙ্গে ছিলাম। আছি, থাকব। এটাই উত্তর দিয়ে জানাব। আমার এতে কিছু যায় আসে না। আমাকে আপনারা আগের বারেও শো-কজ করেছেন। কীসের জন্য? ভোটের আগের দিন প্রচার পর্যন্ত করতে দেননি। তৃণমূলের উপরে অত্যাচার, অবিচার ও দুরাচার চলছে। তবে তৃণমূল কংগ্রেসকে খতম করতে পারবেন না। কারণ, তৃণমূলের সঙ্গে মানুষ আছে।'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজের মন্তব্যেও অনমনীয় মমতা (Mamata Banerjee)। বাহিনীর নিরপেক্ষতা নিয়েই তুলেছেন প্রশ্ন। তৃণমূল নেত্রীর কথায়,'প্রতিদিন বিজেপি যা বলছে তাই করছেন। বিজেপি কে আপনাদের? কে? আপনারা তিনটে লোক মিলে যা ইচ্ছে তাই করবেন! সিআরপিএফ, সিআইএসএফ নিয়ে ততক্ষণ বলব, যতক্ষণ তারা বিজেপি করবে। তারা বিজেপি না করলে আমি স্যালুট করব। মনে রাখবেন জওয়ানদের সম্মান করি। কিন্তু অমিত শাহের নির্দেশে এরা কাজ করছে। অমিত শাহকে (Amit Shah) সম্মান করি না। চোখগুলি দেখলেই মনে হয় দাঙ্গা করে খেতে আসছে।'
বাহিনী নিয়ে মমতার তোপ
প্রসঙ্গত, কোচবিহারের জনসভায় মমতা (Mamata Banerjee) বলেছিলেন,'সিআরপিএফ যদি গন্ডগোল করলে ওদের ঘেরাও করে রাখবেন বাড়ির মেয়েদের একটা দল। আর একটা দল যাবে ভোট দিতে। শুধু ঘেরাও করলে ভোট দেওয়া যাবে না। ৫ জন ঘেরাও করবেন আর ৫ জন ভোট দেবে।' ওই মন্তব্যের জেরে মমতাকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন।