বঙ্গজননী-কন্যাশ্রীর মেয়ে, মাদ্রাসার ছেলে-মেয়েদের এজেন্ট রেখে দেবে: Mamata
শীতলকুচির জনসভায় এজেন্ট নিয়ে বার্তা মমতার (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনের দিন (West Bengal Election 2021) ভীতু এজেন্ট বুথে রাখা চলবে না। বুধবার শীতলকুচির সভায় এমন নিদানই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,'যদি কোনও এজেন্ট বলে আমি ভয় পাচ্ছি, বিজেপি মারার আগে আমি তাকে তাড়াব।'
এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,'ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে যতক্ষণ না ঠিক হচ্ছে বসে থাকবেন। প্রত্যেকটা ভোট দিতে হবে। দরকার হলে একদিনের জন্যে পান্তা ভাত খেতে হবে। তবু ভোটটা দিতে হবে। এটা মাথায় রাখবেন। আর ভয় পাবেন না পার্থ (জেলা সভাপতি) তোমরা মনে রাখবে, ভীতু এজেন্টকে রাখবে না।' কাদের এজেন্ট করা যেতে পারে তাও বাতলে দেন তৃণমূল নেত্রী। বলেন,'দরকার হলে বঙ্গজননীর মেয়েদের রেখে দেবে। কন্যাশ্রীর মেয়েদের রেখে দেবে। মাদ্রাসার ছেলে-মেয়েদের রেখে দেবে। যারা শক্ত হাতে লড়তে পারবে। যদি কোনও এজেন্ট বলে আমি ভয় পাচ্ছি, বিজেপি মারার আগে আমি তাঁকে তাড়াব।'
ইভিএম নিয়েও দলকে সতর্ক করে দিয়েছেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। বলেন,'খেয়াল থাকে যেন মেশিন খোলার আগে দু'বার অন অফ করে নেবেন। মেশিন ঠিক না হওয়া পর্যন্ত কেউ যাবে না। ভোটের সময় কেউ কিছু দিলে খাবেন না। ওরা টাকা-পয়সা দিলে নিয়ে নেবেন। ওটা আপনার টাকা। ভোটের বাক্সে উল্টে দেবেন।'
আরও পড়ুন- West Bengal Election 2021: ধর্মের ভিত্তিতে ভোটপ্রচার, ৪৮ ঘণ্টার মধ্যে Mamata-র ব্যাখ্যা চাইল কমিশন