West Bengal Election 2021: লকেটকে নিয়ে নতুন করে কী বলব! ও তো সারদাদের গলার লকেট: Mamata

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি (BJP)। 

Updated By: Apr 5, 2021, 02:01 PM IST
West Bengal Election 2021: লকেটকে নিয়ে নতুন করে কী বলব! ও তো সারদাদের গলার লকেট: Mamata

নিজস্ব প্রতিবেদন: হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সঙ্গে সারদা-রোজভ্যালি যোগের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কটাক্ষ, 'লকেটকে নিয়ে আর নতুন করে কী বলব! ও তো সারদাদের গলার লকেট। লকেট হয়ে ঘুরে বেড়ায়। সরি রোজভ্যালি।'  

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি (BJP)। লোক নেই বলেই সাংসদকে প্রার্থী করতে হচ্ছে বলে দাবি করলেন তৃণমূল নেত্রী। চুঁচুড়ার জনসভায় তিনি বলেন,'একজন সাংসদ এবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছে। এরপর কাউন্সিলর নির্বাচনে দাঁড়াবে। তারপর গ্রামপঞ্চায়েত, স্কুল বোর্ডেও দাঁড়াবে। খেলার মাঠেও প্রার্থী করা হবে। এরা এমপি হবে, এমএলএ হবে, কাউন্সিলর হবে, গ্রামসভা হবে, ভাত খাবে, মাছ খাবে, মাংস খাবে, দুধভাত খাবে, দই খাবে, বিরিয়ানি খাবে, তরকা খাবে। আর অন্য মানুষ কেউ কিছু খাবে না। কেন বিজেপি? তোমার যদি এতই ভালো পার্টি হয়, লোকাল প্রার্থী খুঁজে পেলে না!' 

টাকার জন্যে লকেট প্রার্থী হয়েছেন বলেও অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। বলেন,'সাংসদ নির্বাচনে কলকাতা থেকে এসে দাঁড়াচ্ছে। বিধানসভা ভোটেও দাঁড়িয়ে গেল! বিধায়ক হয়ে গেলে সাংসদ পদ ছাড়বে তো? দল ও টাকার জন্যে দাঁড়িয়েছে। বিজেপির প্রার্থী নেই। সিপিএম বা তৃণমূল থেকে ধার করছে। স্থানীয়দের সম্মান দেয় না বিজেপি। লোকালদের প্রার্থী করে না। বিজেপিতে দাঁড়ানো মানে টাকা ইনকাম। বড় পাইপে যেমন জল ছাড়ি, তেমনভাবে টাকা ছড়াচ্ছে।'

সারদা-নারদার প্রসঙ্গ টেনে মমতা বলেন,'আমাদের দলকে সারদা-নারদা বলে! আর সারদা-নারদার কোলের বাচ্চা এরা। বাবুল সুপ্রিয় বলেছিল, সারদা রোজভ্যালির প্রথম রোজ। আর লকেটকে নিয়ে নতুন করে কী বলব! ও তো সারদাদের গলার লকেট। লকেট হয়ে ঘুরে বেড়ায়। সরি রোজভ্যালি। এদের বিরুদ্ধে একটা কেস হয় না। কিচ্ছু হবেও না।' মমতার মন্তব্য নিয়ে লকেটের তরফে প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন- WB assembly election 2021: 'যতদিন নিজে না যাচ্ছি, আমাকে সরানো এত সহজ নয়', পুরশুড়ার জনসভায় হুঙ্কার Mamata-র

.