West Bengal Election 2021: বারাবনিতে দেওয়াল লিখনকে কেন্দ্র করে TMC-BJP সংঘর্ষ, পদ্মপ্রার্থীর গাড়িতে 'ভাঙচুর'
পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেল পুলিস।
নিজস্ব প্রতিবেদন: দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের ধুন্ধুমার কাণ্ড। বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ। তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেল পুলিস।
ভোটে যত এগিয়ে আসছে, আসানসোল শিল্পাঞ্চলে উত্তেজনা পারদও যেন ততই চড়ছে! সপ্তম দফায় ভোটগ্রহণ পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা কেন্দ্রে। এখন জোরকদমে চলছে প্রচার। এদিন সকালে স্থানীয় বারবনি গ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তখন তাঁদের তৃণমূল কর্মীদের বাধা দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, গণ্ডগোলের খবর পেয়ে বিকেলে বিজেপি প্রার্থী অরিজিৎ রায় নিজেই দেওয়াল লিখতে হাজির হন বারাবনি গ্রামে। ফের তৃণমূল কর্মীরা বাধা দিলে, দুই পক্ষের মধ্য়ে সংঘর্ষ বেঁধে যায়। গেরুয়াশিবিরে অভিযোগ, দলের কর্মীদের মারধর ও প্রার্থী গাড়িতেও ভাঙচুর চালিয়েছেন রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকরা। নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হবে।
আরও পড়ুন: WB assembly election 2021: স্বামী ভোটে দাঁড়িয়েছেন বাংলায়, অস্ট্রেলিয়া থেকে প্রচার স্ত্রী'র
ভোটের প্রচারের সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বারাবনি কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, বাইরে থেকে লোক এনে দেওয়াল লিখছিল বিজেপি। আর তাতেই ক্ষুদ্ধ হয়ে দলের স্থানীয় কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছেন। বস্তুত স্রেফ বারাবনিতেই নয়, দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের ঘটনা ঘটছে।