West Bengal Election 2021: হুইল চেয়ারে এগিয়ে আসছেন Mamata, আচমকা মিছিলে ঢুকল 'ভোলেবাবার বাহন'
অনেকে পড়ে গেলেও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
নিজস্ব প্রতিবেদন: হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রোড শোয়ে ঢুকে পড়ল একটি ষাঁড়। আর তাকে নিয়ন্ত্রণে আনতে কাল ঘাম ছুটল পুলিসের। ষাঁড়টি (Ox) তেড়ে আসায় খানিকক্ষণ চাঞ্চল্যও সৃষ্টি হল। পড়েও গেলেন অনেকে। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
শনিবার রায়দিঘিতে জনসভা করে তৃণমূল নেত্রী (TMC Supremo) সামিল হন হাওড়ায় তৃণমূলের রোড শোয়ে। ইছাপুর থেকে শুরু হয় মিছিল। পৌঁছে গিয়েছিল জিটি রোডে। মেলা মানুষ। শেষলগ্নে মিছিলের সামনের হঠাৎ ঢুকে পড়ল একটি বিশাল বপুর ষাঁড়। এত লোক দেখে সে বেচারা দিশেহারা। কোথায় যাবে কুল পাচ্ছে না। এদিক-ওদিক ছুটতে লাগল সে। গোঁতানোর চেষ্টাও করল। 'ভোলেবাবার বাহন' তখন রীতিমতো ত্রাস। ওদিকে হুইলচেয়ারে এগিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। ফলে, ষাঁড়টিকে বাগে আনা দরকার। লাঠি, দড়ি দিয়ে চেষ্টায় কমতি রাখেননি পুলিস কর্মীরা। শেষপর্যন্ত একটি গলিতে ষাঁড়টিকে ঢুকিয়ে দিতে সমর্থ হন তাঁরা। হাঁফ ছাড়েন তৃণমূল কর্মীরা।
নির্বিঘ্নেই শেষ হয়েছে মিছিল। ষাঁড় গুঁতোনোর চেষ্টা করলেও কারও চোট লাগেনি।
আরও পড়ুন- West Bengal Election 2021:'দিদি না থাকলে মা-বোনেরা সুরক্ষিত নয়,'দেখুন Koushani-র পূর্ণাঙ্গ ভিডিয়ো