West Bengal Election 2021: বহিরাগতশক্তির কাছে মাথা নত করেননি, বাঙালি হওয়ার অপরাধে শীতলকুচিতে খুন: Abhishek

শীতলকুচির (Sitalkuchi) ঘটনায় বাঙালি অস্মিতায় শান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

Updated By: Apr 12, 2021, 07:39 PM IST
West Bengal Election 2021: বহিরাগতশক্তির কাছে মাথা নত করেননি, বাঙালি হওয়ার অপরাধে শীতলকুচিতে খুন: Abhishek

নিজস্ব প্রতিবেদন: শীতলকুচির (Sitalkuchi) ঘটনার সঙ্গে বাংলার অস্মিতাকে যোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ময়নাগুড়িতে ভোটপ্রচারে গিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ দাবি করলেন, বাঙালি হওয়ার অপরাধেই খুন করা হয়েছে ৪ জনকে। বহিরাগত শক্তির কাছে মাথানত করতে চাননি তাঁরা।     

অভিষেক (Abhishek Banerjee) বলেন, 'চতুর্থ দফার নির্বাচনে বেদনাদায়ক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। সারা জেলায় ৫ জনকে গুলি চালিয়ে খুন করা হয়েছে। শীতলকুচির ঘটনায় ভারতীয় জনতা পার্টির সমবেদনা জানানো উচিত ছিল। ধিক্কার জানানো উচিত। অথচ দিলীপ ঘোষ গতকাল বরানগরে সভা করে বলছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।'

তৃণমূল সাংসদের (TMC MP) সংযোজন,'আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা বাঙালিদের প্রাণ নিয়ে সোনার বাংলা গড়তে চায় তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন? যাদের কেন্দ্রীয় বাহিনী গুলি করে খুন করল, তাদের অপরাধ কী? তাঁরা বাঙালি। তাঁরা বঙ্গবাসী। তাঁরা বহিরাগত শক্তির কাছে মাথানত করেনি। তাঁরা গরিব। লাইন নিয়ে ভোট দিতে গিয়েছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারা বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। আচ্ছা বলুন তো আত্মরক্ষার জন্য কখন গুলি চালানো হয়! যখন আপনাকে কেউ মারতে যায় বা গুলি চালাতে যায়। যাঁরা মারা গিয়েছে তাঁদের হাতে বোমা, বন্দুক ছিল! একটা লাঠি পর্যন্ত ছিল না। আত্মরক্ষার জন্য হাঁটুতে গুলি চালান। কার ইন্ধনে? আগামী দিনে পূর্ণাঙ্গ তদন্ত হবে।'

শীতলকুচির ঘটনাকে আরও একবার ষড়যন্ত্র আখ্যা দিয়ে এ দিন মমতা (Mamata Banerjee) বলেন, '২০-২২ বছরের ছেলেদের ষড়যন্ত্র করে মেরেছে। এসপি-র সঙ্গে বসে ষড়যন্ত্র করেছে বিজেপি। এটার তদন্ত আমি তো করাবই। আসল ঘটনা বের করবই।' অমিত শাহকে চক্রান্তকারী বলে মমতা বলেন,'তদন্তের আগেই প্রধানমন্ত্রী ক্লিনচিট দিয়ে দিলেন।'  

আরও পড়ুন- West Bengal Election 2021:'পাপ করেছেন দিদি', 'পিকের ২৭%' পুরোটাই BJP-র পালে টানতে বাংলায় দলিত কার্ড Modi-র

.