West Bengal Election 2021: সিপিএম Mamata-র ২০৬টা হাড় ভেঙেছিল, BJP তো কোন ছার: Abhishek

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট-কাণ্ডে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

Updated By: Mar 15, 2021, 06:36 PM IST
West Bengal Election 2021: সিপিএম Mamata-র ২০৬টা হাড় ভেঙেছিল, BJP তো কোন ছার: Abhishek

নিজস্ব প্রতিবেদন: মেদিনীপুরে জুন মালিয়ার (June Malia) সমর্থনে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মহিষাদলের রাজবাড়ির সঙ্গে জুনের সম্পর্কের কথা স্মরণ করিয়ে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'মেদিনীপুর নিজের মেয়েকে চায়।' আরও একবার নন্দীগ্রামের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন অভিষেক। বলেন,'ভেবেছে মমতাকে আক্রমণ করে পা ভাঙব। তাহলে ধমকে চমকে দমিয়ে রাখা যাবে। বাড়িতে বসে থাকবেন মমতা।' 

এ দিন অভিষেক (Abhishek Banerjee) বলেন, 'সাবেক মেদিনীপুরের মেয়ে জুন মালিয়া (June Malia)। মেদিনীপুর নিজের মেয়েকে চায়। মেদিনীপুরকে শাসন করতে চাইছে বহিরাগতরা। বলছে সোনার বাংলা করবে। সোনার মধ্যপ্রদেশ, সোনার গুজরাট, সোনার রাজস্থান হয়নি কেন? সোনার বাংলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা পয়সায় খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য মিলছে। দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথীকে বলেছিল, ঢপের চপ। দিলীপ ঘোষের বাড়ির লোকও স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ওদিকে ওরা বলছে ভাঁওতা। প্রতিযোগিতা হোক। আমার সরকার কী করেছে, তোমার সরকার কী করেছে? গুজরাটে কটা সুপারস্পেশালিটি হাসপাতাল আছে? খালি ধর্মীয় উস্কানি!'

 নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চোট-কাণ্ডে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর কথায়,'ভাঙা পায়ে একটা মহিলা বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছে। ভেবেছে মমতাকে আক্রমণ করে পা ভাঙব। তাহলে ধমকে চমকে দমিয়ে রাখা যাবে। বাড়িতে বসে থাকবেন মমতা। প্রচারে বেরোতে পারবেন না। সিপিএম তো মাথা থেকে পা পর্যন্ত ২০৬টা হাড় ভেঙে আটকাতে পারেনি। বিজেপি তো কোন ছার! পা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবে! সিপিএম হাড়গোড় ভেঙে দিয়েছে, তাও পারেনি।'

আরও পড়ুন- WB Assembly Election 2021: হলফনামায় 'তথ্য গোপন', নন্দীগ্রামে Mamata-র প্রার্থীপদ বাতিলের দাবি Suvendu-র

 

.