ফিরছে বিধান পরিষদ, জেনে নিন এই কক্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বিধান পরিষদে কত জন সদস্য থাকেন? এই কক্ষের ক্ষমতা কতটা?

Updated By: May 18, 2021, 11:35 AM IST
ফিরছে বিধান পরিষদ, জেনে নিন এই কক্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নিজস্ব প্রতিবেদন: ভোটের আগেই কথা দিয়েছিলেন। সেই কথা রাথার পথে আরও একধাপ এগোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ (State legislative councils) গঠনের প্রস্তাবে শিলমোহর পড়ল। সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় ৫০ বছর রাজ্য আইনসভায় ফিরতে চলেছে বিধান পরিষদ (State legislative councils) । এই বিধান পরিষদ (State legislative councils) কী? এর দায়িত্ব বা গুরুত্ব ঠিক কতটা? এতে কতজন সদস্য থাকেন? এগুলো জেনে নিন।

আরও পড়ুন: একদিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম

  • কেন্দ্রীয় আইনসভার যেমন দুটি কক্ষ রয়েছে- উচ্চকক্ষ তথা রাজ্যসভা (Rajya Sabha) এবং নিম্নকক্ষ কথা লোকসভা (Lok Sabha)। তেমনই দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ (State legislative councils)।
  • বর্তমানে ভারতের ৬টি রাজ্য-উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিধান পরিষদের (State legislative councils) অস্তিত্ব রয়েছে।

আরও পড়ুন: বাড়ির সামনে টানা ৫ ঘণ্টা পড়ে দেহ! কাঠগড়ায় অ্যাম্বুলেন্স চালক

  • রাজ্যসভার সঙ্গে বিধান পরিষদের (State legislative councils) অনেকাংশেই মিল রয়েছে।
  • ভারতীয় সংবিধানের ১৭১ নম্বর ধারায় রয়েছে, বিধান পরিষদের সদস্য সংখ্যা রাজ্য বিধানসভার সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না। আবার তা ৪০-এর কমও থাকবে না।
  • রাজ্যসভার মতোই বিধান পরিষদেরও (State legislative councils) কার্যকাল ৬ বছর এবং প্রতি ২ বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য অবসর নেবে।
  • সংসদের উচ্চকক্ষের মতোই অর্থবিল ছাড়া যে কোনও বিল বিধান পরিষদে আনা যায়।
  • তবে, রাজ্যের মন্ত্রিসভা শুধুমাত্র বিধানসভার কাছেই দায়বদ্ধ থাকে।

প্রসঙ্গত, এক সময় পশ্চিমবঙ্গেও বিধান পরিষদের অস্তিত্ব ছিল। তবে, বাংলা কংগ্রেস এবং বামেদের যুক্তফ্রণ্টের সরকার এর অবলুপ্তি ঘটায়। ১৯৬৯ সালের মার্চ মাসে সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্তি আইন পাস হয়। ১৯৬৯ সালের পয়লা আগস্ট এরাজ্যে বিধান পরিষদের অবলুপ্ত ঘটে।

.